Bengali Television

নায়িকা সুস্মিতার প্রাণনাশের আশঙ্কা! শীতের মধ্যে বৃষ্টিতে ভিজেও কি বাঁচাতে পারলেন সাহেব?

আগামী পর্বে কি তা হলে ‘কথা’ মারা যাবে? আনন্দবাজার অনলাইনকে জানিয়ে দিলেন ‘এভি’।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১৭:২৩
Share:

ধারাবাহিক ‘কথা’য় সুস্মিতা দে, সাহেব ভট্টাচার্য। ছবি: ফেসবুক।

ধারাবাহিক ‘কথা’ আপাতত চর্চার কেন্দ্রে। চলতি সপ্তাহে রেটিং চার্টে প্রথম স্থানে। এ ছাড়াও, একাধিক পুরস্কার ঝুলিতে। এই ফলাফল ধরে রাখতে নতুন সপ্তাহে নতুন কী মোচড় আসছে? আনন্দবাজার অনলাইন হদিশ পেয়েছে তার। জানা গিয়েছে, ধারাবাহিকের খলনায়ক প্রান্তিক বিশ্বাস বড় আঘাত হানতে চলেছে নায়িকার উপরে। তাকে বাঁচাতে নায়কের জীবনমরণ পণ।

Advertisement

পরের পর্বে এই বদল। তার আগে প্রচার পর্বের জন্য জোরদার শুটিং চলছে। সেখানেই ভরা শীতে কাকস্নান হতে হল ধারাবাহিকের নায়ক-নায়িকা ‘এভি’ আর ‘কথা’কে। এই দুই চরিত্রে যথাক্রমে সাহেব ভট্টাচার্য, সুস্মিতা দে। ঠিক কী ঘটতে চলেছে আগামী পর্বে? আনন্দবাজার অনলাইন কথা বলেছিল সাহেবের সঙ্গে। তাঁর কথায়, “বড় অঘটন ঘটতে চলেছে কথার সঙ্গে। প্রান্তিক এমন ফাঁদ পেতেছে যার জেরে প্রাণ যেতে পারে কথার!” আগামী পর্বে কি তা হলে ‘কথা’ মারা যাবে? সে বিষয়ে এখনই মুখ খুলতে রাজি নন ছোট পর্দার ‘এভি’।

নায়িকাকে বাঁচাতে নায়ক কি ফের চিতাবাঘের সঙ্গে লড়বেন? নাকি এ বার কুমীর?

Advertisement

সাহেবের দাবি, সব বললে চমক ফাঁস। তবে ভরা শীতে ধারাবাহিকে বর্ষাকাল দেখানো হবে। তার জন্য তাঁকে আর সুস্মিতাকে ভিজে শুটিং করতে হচ্ছে। নাগাড়ে ভিজতে ভিজতে কাকস্নান করতে হচ্ছে। শুটিংয়ের কারণে ভিজে পোশাক ছাড়তে পর্যন্ত পারছেন না। সাহেবের রসিকতা, “আমাদের কপালটাই এমন। গরমে গলা পর্যন্ত পোশাকে মুড়ে ফায়ারপ্লেসের সামনে শুটিং করতে হয়। শীতে বর্ষার।” শরীর গরম রাখতে কী করছেন নায়ক-নায়িকা? প্রশ্ন শুনে ফোনের ও পারে সুস্মিতার অট্টহাসি। নায়ক মুচকি হেসে বললেন, “রাম বা ব্র্যান্ডি তো সেটে খেতে পারব না। দুধে মধু মিশিয়ে খাচ্ছি!”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement