Devlina Kumar

সামনেই বিয়ে, ‘ভয়ঙ্কর অগোছালো’ কেন দেবলীনা?

নিজেকে নতুন ভাবে খুঁজে কি তিনি ধরা দিলেন নতুন করে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০ ১৪:৩৩
Share:

দেবলীনা কুমার।

সে যেন জীবনানন্দের কল্পনার বনলতা সেন। তাঁর দু’চোখ জুড়ে ঘন কাজল। মুখ ঢেকেছে ধূসর অন্ধকারে। অভিনেত্রী দেবলীনা কুমার।চুলগুলো কালো মেঘের মতো আকাশ জুড়ে রয়েছে তাঁর। আজ সে ‘ভয়ঙ্কর অগোছালো’। ঝলমলে এক শীতের দিনে হঠাৎ মেঘবালিকা হয়ে সামনে এলেন তিনি।

মুখে গালভরা সেই হাসি নেই, চোখে নেই চেনা উচ্ছ্বাস। বরং কিছুটা নামিয়ে রেখেছেন চোখ দুটি। যেন কিছু আড়াল করতে চাইছেন। এই দেবলীনা তো চেনা দেবলীনা নন। নিজেকে নতুন ভাবে খুঁজে কি তিনি ধরা দিলেন নতুন করে?

ইনস্টাগ্রাম তো অন্তত সেই কথাই বলছে। কিছুক্ষণ আগেই নিজের এ রকমই এক ছবি পোস্ট করে অনুরাগীদের তাক লাগালেন দেবলীনা। নিজেকে বললেন ‘অগোছালো’।

Advertisement

A post shared by Devlina Kumar (@devlinakumar)

তবে ছবিতে যতই আধার নেমে আসুক, তাঁর জীবনে এখন খুশির রোদ। তার সঙ্গে ব্যস্ততাও তুঙ্গে। বিয়ের তোড়জোড়। কাছের মানুষদের বাড়িতে আইবুড়ো ভাতের নিমন্ত্রণ, সব মিলিয়ে এই ভুলতে চাওয়ার বছরের শেষ দিকটা দেবলীনার কাছে স্মরণীয় হয়েই থাকবে।

Advertisement

আরও পড়ুন: কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্যে কঙ্গনাকে আইনি নোটিস

আজকের দিনে মাধ্যম নিয়ে অভিনেতার বাছবিচার সাজে না: আদৃত রায়​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement