‘কার কাছে কই মনের কথা’ সিরিয়াল। ছবি: সংগৃহীত।
অভিনেত্রী হিসাবে খুব বেশি দিন হয়নি ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছেন তিনি। এক বছর হল তাঁকে প্রতি দিন ছোট পর্দায় দেখছেন দর্শক। এই মুহূর্তে ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়ালে প্রিয়া চরিত্রে অভিনয় করছেন তিনি। প্রিয়া নামেই এখন তাঁর পরিচিতি। তবে ভাল নাম বর্ণিনী চক্রবর্তী। ইন্ডাস্ট্রিতে তাঁর যাত্রা একেবারেই সহজ ছিল না। ব্যক্তিগত জীবনেও অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। সেই কাহিনিই ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে শোনালেন বর্ণিনী।
বাবার অত্যাচারের বিরুদ্ধে থানায় পর্যন্ত যেতে হয়েছিল তাঁকে। কী ঘটেছিল? তিনি বললেন, “মা-বাবা, বোনকে নিয়ে আমাদের আনন্দের পরিবার ছিল। আচমকা কী হল জানি না। আমি ছোট থেকে নাচ, আবৃত্তি শিখতাম। হঠাৎই আমার বাবার মাথায় কে ঢোকালো যে মেয়েরা বাড়ির বাইরে কোনও কাজ করতে পারবে না। তার পর অত্যাচার আরও বেড়ে গিয়েছিল। পরিবারের কাউকে পাশে পাইনি। তাই মা-বোনকে নিয়ে বেরিয়ে আসি। কলকাতায় নতুন একটা বাড়ি কিনেছি।”
এই মুহূর্তে খলনায়িকার চরিত্রে তাঁকে দেখছেন দর্শক। দর্শকের মনে জায়গাও করে নিয়েছেন তিনি। আগামী দিনে কী ভাবে দেখা যাবে তাঁকে সেটাই দেখার।