সোহাগ সেন এ বার অন্য ভূমিকায়। —ছবি সংগৃহীত।
আরও পড়ুন: কোন ‘মোটা মেয়ে’কে নিয়ে এই প্রথম বাংলা ছবি ঘোষণা করলেন শিবপ্রসাদ-নন্দিতা?
আরও পড়ুন: এ বার মঞ্চে চারু মজুমদার, নামভূমিকায় কে?
অভিনেতা, প্রশিক্ষক থেকে পরিচালক। এই উত্তরণ চ্যালেঞ্জের? সোহাগের মতে, ‘‘কিছুটা। এক ঝাঁক একুশ প্রজন্মের সঙ্গে কাজ করেছি। এটা আমার কাছে সামান্য চ্যালেঞ্জিং। অন্য দিকে সুজয়ের ভাবনা এত ভাল যে তাকে গল্পে বুনে ক্যামেরা বন্দি করে আমি তৃপ্ত। অন্ধকারের ওপারে সব সময়েই আলো থাকে, এই ছবি সবার মনে সেই আশা জাগাবে। সম্পর্কের বাঁধনের গল্প শোনাবে।’’
তৃপ্ত সুজয়ও। জানিয়েছেন, তাঁর কনসেপ্ট যখন সোহাগ সেন কলমে ধরলেন, ক্যান বন্দির কথা বললেন, তখনই তিনি জানতেন ভিন্ন ধারা আসতে চলেছে পরিচালনার দুনিয়ায়।
ছবিকে সুরে বেঁধেছেন রাতুল শংকর। সিনেমাটোগ্রাফার ঈশান পাবলো ঘোষ।