Television Celebrity Marriage

পাশে টিম ‘নিমফুলের মধু’, দুধসাদা পোশাকে প্রীতিভোজের আসরে রাজকীয় প্রবেশ রুবেল-শ্বেতার

বিয়েতে তাঁরা সনাতনী। প্রীতিভোজের সন্ধ্যায় আধুনিক। সাদা পোশাকে রুবেল-শ্বেতা যেন হংসমিথুন!

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ২০:৩৪
Share:

প্রীতিভোজের আসরে রুবেল দাস-শ্বেতা ভট্টাচার্য। ছবি: ইনস্টাগ্রাম।

লাল ছাড়া বিয়ের সাজ হয় না। এই রেওয়াজ মেনে রবিবার, বিয়ের রাতে লাল বেনারসি-গয়নায় ছোট পর্দার শ্বেতা ভট্টাচার্য নিজেকে সাজিয়েছিলেন। পাত্র রুবেল দাস অবশ্য সে দিনও সাদায় শোভিত। মঙ্গলবার প্রীতিভোজের দিনের সাজ সম্পূর্ণ বিপরীত। ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’র নায়িকা এ দিন যেন গরবিনি রাজহংসী! ধবধবে সাদা লেহেঙ্গা এ দিন তাঁর পরনে। জর্জেটের জমিনে চিকনের সূক্ষ্ম কাজ, সঙ্গে সিক্যুয়েনের ঝিলিক। গয়নাতেও বৈচিত্র। সাদা পাথরের গয়না আলোর ঝলকানিতে আরও যেন ঝলমলে। রুবেল এ দিন সুপুরুষ সাদা শেরোয়ানি আর ধোতি প্যান্টে।

Advertisement

শ্বেতা-রুবেলের বিয়েতে টিম ‘নিমফুলের মধু’।

এ ভাবেই হাতে হাত রেখে প্রীতিভোজের আসরে প্রবেশ করলেন নবদম্পতি। ক্যামেরার সামনে রসায়ন ছড়িয়ে দিলেন পর্দার মতো। ছবি ছড়াতেই অনুরাগীদের মুখে আনন্দে ঝকঝকে। অভিনেত্রীর জামাইবাবু পরিচালক শমীক বসুর দাবি, “যেন ডানাকাটা শ্বেতপরি নেমে এসেছে!” এ দিন তিনি এবং তাঁর অভিনেত্রী স্ত্রী তনুশ্রী ভট্টাচার্য যদিও কালো রঙে রং মিলিয়েছেন। হাতে হাতে তত্ত্বের ডালা। সন্ধ্যা নামতেই শ্বেতার পরিবার উদ্‌যাপনে হাজির। উপস্থিত ধারাবাহিক ‘নিমফুলের মধু’র টিমও। এ ভাবেই দুই পরিবার এক হয়ে আনন্দে মেতে উঠল, আরও এক বার।

এ দিন সকাল থেকে নানা আচার-অনুষ্ঠানে ব্যস্ত শ্বেতা, রুবেল। দুপুরে বৌভাতের অনুষ্ঠান পালিত হয় রুবেলের বাড়িতে। ফিরোজা নীল শাড়িতে সোনালি জরির জারদৌসি কাজ। সোনার গয়নায় মুক্তোর ঝালর। শ্বেতাকে পর্দার মতোই সুন্দর দেখিয়েছে। লাল সুতোর সূক্ষ্ম কাজ করা পাঞ্জাবি-ধুতি পরেছিলেন রুবেল। থরে থরে সাজানো মাছের মুড়ো, মাংস, পঞ্চব্যঞ্জন, দই, মিষ্টি। সব পদ অল্প করে নতুন বৌকে খাইয়ে দেন অভিনেতা। তার পরেই স্ত্রীকে প্রণাম! মাথায় ঘোমটা টেনে শ্বেতাও প্রণাম করেন রুবেলকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement