দুর্ঘটনায় আক্রান্ত তাসনিয়া ফারিণ, জিয়াউল ফারুক অপূর্ব, পাভেল। ছবি: সংগৃহীত।
শুক্রবার দুর্ঘটনার মুখোমুখি বাংলাদেশের তিন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ, সাইদুল রহমান পাভেল। ‘হাউ সুইট’ সিরিজ়ের পরিচালক কাজল আরেফিন সমাজমাধ্যমে এ কথা জানিয়েছেন। ‘ব্যাচেলর পয়েন্ট’-খ্যাত পরিচালক ওই দিন দুপুরে প্রথম জানান, তাঁর আগামী কাজ ‘হাউ সুইট’-এর শুটিং চলছিল। স্কুটি চালানোর একটি দৃশ্য ক্যামেরাবন্দি হচ্ছিল। সেখানেই আচমকা স্কুটি থেকে পড়ে যান তাঁরা। সঙ্গে সঙ্গে শুটিং থামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের।
শুক্রবার পরিচালকের লেখনি অনুযায়ী, “আমাদের ‘হাউ সুইট’-এর একটি দৃশ্যের শুটিংয়ের সময় দুর্ভাগ্যবশত স্কুটি থেকে পড়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাভেল,তাসনিয়া ফারিণ এবং অপূর্ব ভাই কিছুটা আহত হন। সঙ্গে সঙ্গে আমরা হাসপাতালে গেলে চিকিৎসক নিশ্চিত করেন পাভেল, ফারিণ এবং অপূর্ব ভাই সম্পূর্ণ সুস্থ আছেন। আপাতত তাঁরা হাসপাতালে ভর্তি আছেন।” এর পরেই রাতে তাসনিয়া সমাজমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে জানান, প্রাথমিক চিকিৎসার পরে তিনি এবং অপূর্ব বাড়ি ফিরেছেন। পাভেলের চোট বেশি। তাই তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তিন অভিনেতার অনুরাগীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। তাঁরা সমানে তাঁদের প্রিয় অভিনেতাদের শারীরিক অবস্থার খোঁজ নিতে থাকেন। শনিবার আরও একবার পরিচালক কাজল সমাজমাধ্যমে লেখেন, “অপূর্ব ভাইয়ার বড় কোনও আঘাত লাগেনি। পাভেল আর ফারিণ আহত। চিকিৎসক জানিয়েছেন, খুব দ্রুত ওঁরা সুস্থ হয়ে স্বাভাবিক কাজে ফিরতে পারবেন।” পরে পাভেল কথা বলেন ও পার বাংলার সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র সঙ্গে। তিনি জানান, বুকে চোট পাওয়ায় কথা বলতে কষ্ট হচ্ছে। শনিবার ছাড়া পেতেও পারেন। তবে চিকিৎসক তাঁকে বাড়িতে টানা বিশ্রামে থাকতে বলেছেন।
সেটে আচমকা দুর্ঘটনা ঘটে যাওয়ায় সিরিজ়ের ভবিষ্যৎ এবং অভিনেতাদের শারীরিক ক্ষতি নিয়ে স্বাভাবিক ভাবেই চিন্তিত পরিচালক। সে কথাও তিনি জানিয়েছেন সমজমাধ্যমে। তবে তাঁর সান্ত্বনা, অভিনেতারা তাঁর পাশে। কাজলের লেখা অনুযায়ী, “হাসপাতালের বিছানায় শুয়েও আমার অভিনেতারা ভাবছেন, কী ভাবে বাকি কাজগুলো সুন্দর করে শেষ করা যাবে!” এত ভাল দলের সঙ্গে কাজ করতে পারছেন বলে মন থেকে খুশি তিনি। পাশাপাশি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন অভিনেতাদের।