রঞ্জিত-দীপার সঙ্গে কোয়েল মল্লিক। নিসপাল রানের সঙ্গে ছেলে কবীর। ছবি: সংগৃহীত।
মল্লিক আর রানে পরিবারে কি দ্বিতীয় নায়িকার আগমন ঘটল? শনিবার কোয়েল মল্লিক কন্যাসন্তানের জন্ম দেওয়ার পর উৎসুক টলিউড। দ্বিতীয় বার দাদু হওয়ার পর উচ্ছ্বসিত রঞ্জিত মল্লিক। দরাজ হাসি দিয়ে আনন্দবাজার অনলাইনকে জানালেন, ফুটফুটে দেখতে হয়েছে নাতনিকে। কোয়েলের মেয়েও কি কোয়েলের মতোই বাংলা বিনোদন দুনিয়ার প্রথম সারির নায়িকা হবে? হাসতে হাসতে জবাব দিলেন, “এখনই কি আর এ সব বলা যায়? তা ছাড়া, সন্তানদের মতামত আসল। আগে বড় হোক। তার পর এ সব নিয়ে ভাবা যাবে।”
ভাল আছেন কোয়েল। সুস্থ সদ্যোজাতও। মেয়ে-নাতনিকে দেখতে গিয়েছিলেন রঞ্জিত-দীপা দু’জনেই। নায়িকার ছেলে কবীর কী বলছে? বোনকে পেয়ে খুশি?
রঞ্জিত মল্লিক প্রকাশ্যে আনলেন অবাক করা ঘটনা। তাঁর কথায়, “কবীর অনেকটাই বড় হয়েছে। অবসরে ছবি আঁকে। কোয়েলের নার্সিংহোমে ভর্তির আগে হঠাৎ করেই এক দিন এক ছোট্ট মেয়ের ছবি আঁকল। মাকে দেখায়ও সেটা। কোয়েল ছেলের কাছে জানতে চায়, কেন সে বাচ্চা মেয়ের ছবি আঁকল। নাতি জানিয়েছিল, মেয়ে নয়, পুতুলের ছবি এঁকেছে সে। পুতুলের মতোই নাকি তার একটি বোন আসতে চলেছে!”
শনিবার কবীরের ইচ্ছে বাস্তব হওয়ায় দুই পরিবারের প্রত্যেকে যেমন খুশি তেমনই অবাক। বলাই বাহুল্য, উচ্ছ্বসিত নায়িকার প্রযোজক স্বামী নিসপাল রানে, দিদা দীপা মল্লিকও। আনন্দবাজার অনলাইনকে দীপা বলেছেন, “কবীর সারা ক্ষণ বলত, আমার বোন চাই। আমার বোন আসছে। শিশু মন চেয়েছিল বলেই সম্ভবত ঈশ্বর ওর প্রার্থনা পূরণ করেছেন।” জানিয়েছেন, একা সন্তানের থেকে দুই সন্তান সব দিক থেকেই ভাল। কবীর খেলার সঙ্গী পেল। কোয়েল এ বার নিজের দিকে সময় দিতে পারবে।
নাতি-নাতনিকে নিয়ে দাদু-দিদারও অনেক স্বপ্ন। বর্ষীয়ান অভিনেতার কথায়, “শিশুর সারল্য আমার প্রিয়। পরিবারে শিশুর সংখ্যা বেড়ে যাওয়ায় সকলেই খুশি। আমারও খেলার সাথী বাড়ল।” মেয়েকে একটু বড় করেই নিশ্চয়ই অভিনয়ে ফিরবেন কোয়েল? দীপা বলেছেন, “অবশ্যই ফিরবে। অভিনয় ছাড়া কোয়েল বাঁচতে পারবে না। তবে এ বার আরও বাছাই করে কাজ করবে।”