Death

কভি আলবিদা না কহেনা...

‘চলতে চলতে’ ছবিটি প্রযোজনাও করেন অভিনেতা। 

Advertisement
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২০ ০০:৪২
Share:

বিশাল

চলে গেলেন অভিনেতা বিশাল আনন্দ। বেশ অনেক দিন ধরেই তিনি অসুখে ভুগছিলেন। তাঁর চিকিৎসাও চলছিল। গত ৪ অক্টোবর জীবনাবসান হয় অভিনেতার। বলিউডে বিশালকে পরিচিতি এনে দিয়েছিল তাঁর ‘চলতে চলতে’ ছবিটি। বাপ্পি লাহিড়ির মিউজ়িকে সিমি গরেওয়ালের সঙ্গে ‘চলতে চলতে মেরে ইয়ে গীত’, ‘দূর দূর তুম রহে’ আর নাজ়নিনের সঙ্গে ‘পেয়ার মে কভি কভি’র স্টেপে জনপ্রিয়তা পান বিশাল। ‘চলতে চলতে’ ছবিটি প্রযোজনাও করেন অভিনেতা।

Advertisement

এ ছাড়াও ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘দিল সে মিলে দিল’, ‘সা রে গা মা পা’, ‘ইন্তেজ়ার’-এর মতো আরও ১১টি ছবিতে অভিনয় করেছেন তিনি। সিমি ছাড়াও অশোককুমার, ললিতা পাওয়ারের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন বিশাল। তাঁর আসল নাম কিন্তু ছিল ভীষ্ম কোহালি। অভিনেতার ভাইপো পূরব কোহালিও এখন অভিনয় জগতের পরিচিত মুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement