Swati Sachdeva

‘মা আমার ভাইব্রেটর ধার নিতে এসেছে’, রণবীরের পরে স্বাতীর ‘অশালীন’ মন্তব্য নিয়ে তোলপাড়

এক কৌতুকানুষ্ঠানে স্বাতীর কথা বলার বিষয় ছিল ‘ভাইব্রেটর’। এর মধ্যে নিজের মায়ের প্রসঙ্গও টেনে আনেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৩:১০
Share:
Comedian Swati Sachdeva is in trouble for her vibrator comment

রণবীরের পরে এ বার স্বাতী সচদেবকে নিয়ে বিতর্ক। ছবি: সংগৃহীত।

রণবীর ইলাহাবাদিয়া ও সময় রায়নার পরে এ বার বিতর্কে আরও এক কৌতুকশিল্পী। ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে বাবা-মায়ের সঙ্গম নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছিলেন রণবীর ও সময়। সেই ঘটনার আইনি জট এখনও কাটেনি। এরই মধ্যে মন্তব্যের জন্য বিতর্কে স্বাতী সচদেব।

Advertisement

এক কৌতুকানুষ্ঠানে স্বাতীর কথা বলার বিষয় ছিল ‘ভাইব্রেটর’। এর মধ্যে নিজের মায়ের প্রসঙ্গও টেনে আনেন তিনি। এক জায়গায় তিনি বলেন, “আমি নিশ্চিত, মা আমার থেকে ভাইব্রেটর ধার নিতে এসেছে।” এখানেই শেষ নয়। এক জায়গায় কৌতুকশিল্পী জানিয়েছেন, সমস্যা এড়াতে তিনি বলেন এই ‘ভাইব্রেটর’ আসলে তাঁর বাবার। এই মন্তব্যেই খেপে উঠেছেন নেটাগরিকেরা। স্বাতীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।

তবে অনুষ্ঠানের ভিডিয়োয় দেখা যাচ্ছে, স্বাতীর মন্তব্যে হাসির রোল উঠছে দর্শকের মধ্যে। করতালিতে ভরিয়ে দিচ্ছেন তাঁরা। তবে নেটাগরিকদের একাংশ এই মন্তব্যকে মোটেই রসিকতা হিসেবে নেননি। তাঁদের বক্তব্য, এই প্রজন্মের কৌতুকশিল্পীদের কি মা-বাবাকে অশালীন কথাবার্তায় টেনে আনা অভ্যাস হয়ে গিয়েছে? তাঁদের বক্তব্য, স্বাতীর এই মন্তব্য শালীনতার সীমা ছাড়িয়ে গিয়েছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, “নির্লজ্জ! সামান্য হাসিঠাট্টা করাই যায়। কিন্তু এ তো সব সীমা ছাড়িয়ে গিয়েছে।”

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে এই ধরনের অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করারও দাবি করেছেন অনেকে। আর এক জন লিখেছেন, “নিজে বিখ্যাত হওয়ার জন্য এঁরা বাবা-মাকেও অসম্মান করতে ছাড়েন না।” অন্য এক জন ক্ষোভপ্রকাশ করে বলেছেন, “কৌতুকের নামে এরা গোটা সম্প্রদায়কে অপমান করছে। বিরক্তিকর। ওর বাবা-মার মাথাও হেঁট হয়ে যাবে এই সব দেখলে।” আর এক নেটাগরিকের মত, “রণবীর ও সময় বাবা-মাকে নিয়ে মন্তব্য করে প্রচার পেয়ে গেলেন। সেটা দেখেই স্বাতী বিখ্যাত হওয়ার চেষ্টা করছেন।”

এই বিতর্কে এখনও মুখ খোলেননি স্বাতী। তবে ভিডিয়োটি পোস্ট করার সময় কৌতুকশিল্পী আগেই জানিয়ে দিয়েছিলেন, এই ভিডিয়ো প্রাপ্তবয়স্কদের জন্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement