তৃণা সাহা।
এমন বিয়েও হতে পারে? যেখানে কনে নিজেই শ্বশুর বাড়ির সকলের সঙ্গে নেচেকুদে নিজের বরকে বিয়ের মণ্ডপে নিয়ে আসবে! তাও আবার ‘হায় হায় সাতপাকে বাঁধা পড়ো না’ লোকগীতির তালে তালে। নিজের পর্দার বিয়ের আনন্দে এ সবই করছেন তৃণা সাহা। এ বারেও ‘গুনগুন’ ওরফে তৃণার সঙ্গী ‘পটকা’ (অম্বরীশ ভট্টাচার্য)।
হলদির পর আবার দু’জনের সে কী তুমুল নাচ! চারিদিকে পুষ্পবৃষ্টি হচ্ছে। বরযাত্রীর এক জন ঢোল বাজাচ্ছেন। তালে তালে গান গাইছেন আর নাচছেন পটকা। ‘শোলার টুপি লোহার হবে’ মনে করিয়ে দিয়েও সুযোগ বুঝে টুক করে এক বার মাথায় টোপর পরে নিয়েছেন তিনিও!
সব দেখেশুনে হাসি চাপতে পারেনি সৌজন্যও।
এখানেই শেষ নয়। ‘সৌজন্য’ (কৌশিক রায়) বিয়ের আসরে বসার পরেই গার্লস গ্যাং নিয়ে ফের হুল্লোড়। ভারী লেহেঙ্গা সামলে ‘টুম্পা ডান্স’-এ উদ্দাম গুনগুন, তার তিন ননদ। অনুরাগীদের দাবি, ‘‘এমন বিয়ে দেখে অবিবাহিতরাও বোধহয় নাচতে নাচতে বিয়ের পিঁড়িতে বসে পড়বেন!’’
A post shared by Trina Saha (@trinasaha21)
বিয়ের উল্লাসে মাতোয়ারা গুনগুনের কাছে এখন ‘ক্রেজি’ সৌজন্যও নয়নের মণি। সেই অনুভূতির বহিঃপ্রকাশ আরও মারাত্মক! ‘আমার বিয়ে, আমার বর আর আমিই দেখব না’ বলতে বলতে দিগ্বিদিক জ্ঞান হারিয়ে গুনগুন ছুটেছে সৌজন্যকে দেখতে। সেই দৌড় নিয়েও মিম তৈরি করে ফেলেছেন অনুরাগীরা। ব্যাকগ্রাউন্ডে ‘ডিডিএলজে’-র ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’।
‘মোহর’-এর পর ‘খড়কুটো’ই আপাতত স্টার জলসার চলতি বিয়ের মরশুমের টাটকা অক্সিজেন।
আরও পড়ুন: মেদ ঝরিয়ে নতুন রূপে ফারদিন, এ বার কি বলিউডে কামব্যাক!
মঞ্চ জুড়ে সভাসদ দেবশংকর, কৌশিক, পৌলোমী, দীপা, নেই শুধু ‘রাজা লিয়র’ সৌমিত্র