Tota Roy Chowdhury

শক্তি বাড়াতে ‘একলা চলো’র বদলে ‘একলা ঠ্যালো’র পরামর্শ টোটার?

একই সঙ্গে টোটা কি বর্তমান অসহিষ্ণু পরিবেশ পরিস্থিতির দিকেও ঘুরিয়ে কটাক্ষ করলেন? বরাবর ফিটনেস ফ্রিক অভিনেতার মুখে কেউ সহ্যশক্তি বাড়ানোর পরামর্শ শোনেননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২১ ১৩:১০
Share:

টোটা রায়চৌধুরী

৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। সপ্তাহের তৃতীয় দিনে টোটা রায়চৌধুরী তাই আরও এক বার শরীরচর্চার কথাই মনে করিয়ে দিতে চেয়েছেন। একটু অন্য রকম ভঙ্গিতে। কেমন সেটা? ‘একলা চলো রে’-কে বদলে নিয়েছেন ‘একলা ঠ্যালো রে’-তে। তাতেই মাত নেটাগরিকেরা। টোটার সূক্ষ্ম রসবোধের প্রশংসায় পঞ্চমুখ সবাই।

Advertisement

অনেকেরই মনে হতে পারে, এর মধ্যে শরীরচর্চার কথা কোথায় রয়েছে? টোটা একটি ভিডিয়োও পোস্ট করেছেন। জানতে গেলে সেই পোস্টটিও দেখতে হবে। ভিডিয়োয় একটি গাড়ি ঠেলতে দেখা গিয়েছে টোটাকে। কালো শর্টস আর গেঞ্জি পরে তিনি যোগার পাশাপাশি একা হাতে গাড়ি ঠেলে সরাচ্ছেন। এতে বাড়তি ক্যালোরি ক্ষয় হয়। মেদ ঝরে শরীর থাকে টানটান। যা টোটার শরীরচর্চারই অঙ্গ। ক্যাপশনে তাই পরামর্শ, শক্তি বাড়াতে চাইলে কিছু দূর একাই গাড়ি ঠেলে নিয়ে যাওয়া সত্যিই উপকারী।

নেটাগরিকেরাও সায় দিয়েছেন তাতে। কেউ বলেছেন, টোটা যেন আরও অনেক দিন এ ভাবেই সতেজ থাকেন। কেউ ফিরিয়ে দিয়েছেন পাল্টা রসিকতা, ‘আমার মারুতি ৮০০ খারাপ হয়ে গেলে আপনাকেই ডাকব’!

Advertisement

কথা কিন্তু এখানেই ফুরোয়নি। শারীরিক শক্তি বাড়ানোর পাশাপাশি সহ্যশক্তি বাড়ানোর কথাও ক্যাপশনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে টোটা কি বর্তমান অসহিষ্ণু পরিবেশ পরিস্থিতির দিকেও ঘুরিয়ে কটাক্ষ করলেন? বরাবর ফিটনেস ফ্রিক অভিনেতার মুখে কেউ সহ্যশক্তি বাড়ানোর পরামর্শ শোনেননি। তবে কি শিল্পীদের বিরুদ্ধে উড়ে আসা হুমকি-ধমকি তাঁর সহ্যশক্তিতেও চিড় ধরাল? জানা যায়নি। কারণ, নেটমাধ্যমে ভিডিয়ো শেয়ার করেই মুখে কুলুপ এঁটেছেন অভিনেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement