সোহমের পাল্টা জবাব দিলীপ ঘোষকে।
দিলীপ ঘোষকে পাল্টা জবাব অভিনেতা ও তৃণমূলের যুবনেতা সোহম চক্রবর্তীর। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মিথ্যেবাদী’ বলায় ক্ষুব্ধ অভিনেতা সোহম। পাল্টা প্রশ্ন তুললেন পিএম কেয়ারস ফান্ডের ‘রহস্য’ নিয়ে।
রাজ্য বিজেপির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল ‘বিজেপি বেঙ্গল’-এ একটি ভিডিয়ো পোস্ট করা হয় বৃহস্পতিবার। সেখানে দেখা যায়, দিলীপ ঘোষ বলছেন, ‘‘যে সরকারি কর্মচারীরা এই কোভিড পরিস্থিতিতে ডিউটি করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের এক লক্ষ টাকা করে সাম্মানিক দেবেন বলেছিলেন। কিন্তু আজ পর্যন্ত কোনও সরকারি কর্মচারী এক লক্ষ টাকা পাননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ে মানুষকে মিথ্যে কথা বলেন।’
সেই মন্তব্য শুনে চুপ থাকেননি সোহম। শুক্রবার রাতে সেই ভিডিয়োটি রিটুইট করে দিলীপ ঘোষের পাল্টা জবাব দিয়েছেন তিনি। তথ্যের অধিকার আইনের আওতায় পড়ে না পিএম কেয়ারস ফান্ড। এই অভিযোগ আগেও একাধিকবার তুলেছেন বিরোধীরা। ফের সেই প্রসঙ্গই তুললেন সোহম। পিএম কেয়ারস ফান্ডকে তহবিল না বলে একেবারে ‘‘স্ক্যাম’’ বলে দাগিয়ে দিলেন। টুইট করলেন, ‘আচ্ছা, আর আপনারা যে সাধারণ মানুষের কোটি কোটি টাকা পিএম কেয়ারস স্ক্যামের নামে সংগ্রহ করেছিলেন, সেটার হিসাব কোথায় পাওয়া যাবে?’ ছবিটি একটি গ্রাফিক। দেখা যাচ্ছে, ছবির নীচের দিকে লেখা, ‘পিএম কেয়ারস ফান্ড সম্পর্কিত কোনও তথ্য প্রকাশ করা যাবে না। কারণ, সরকারের অনুমতি নেই।’ আর উপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ছোট্ট কার্টুন। ফুটবলের মতো করে করোনাকে লাথি মারছেন। পাশে লেখা, ‘খেলা এখানেই শেষ নয়। কোভিড সংক্রমণ বাড়ছে। কোনও চিন্তা নেই। আপনি চালিয়ে যান।’
আরও পড়ুন: শহুরে কোলাহল থেকে দূরে, মেয়ে আয়রার সঙ্গে ছুটি কাটাচ্ছেন সৃজিত
আরও পড়ুন: ভ্যাক্সিন কবে বেরবে? জরুরি প্রশ্ন করল রাজ-পুত্র ইউভান