Actress Shreema Bhattacharjee

বিয়ের আগেই এক ঘরে কাপল মাসাজ নিলেন গৌরব-শ্রীমা! কোথায়?

কানে যেতেই গোটা মুখ লাল টকটকে শ্রীমা ভট্টাচার্যের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২০ ১৪:১৩
Share:

বিয়ের আগাম সুর যেন বাজল শ্রীমার গলায়?

পর পর দুটো বিস্ফোরণ! প্রথম বোমা ফাটালেন ‘ওগো নিরুপমা’র গৌরব রায় চৌধুরী। ২০২০ পুজো প্ল্যানিং নিয়ে আড্ডা দিতে গিয়ে গৌরব নস্টালজিক, জানেন, ‘‘গত বছর আমরা এই সময় তাইল্যান্ডে। আমি, শ্রীমা!....’’ আর? আর কেউ না! সহজ গলায় ফাঁস করে দিলেন ‘আবির’।

Advertisement

কানে যেতেই গোটা মুখ লাল টকটকে শ্রীমা ভট্টাচার্যের।

সেদিকে কে খেয়াল করে! গৌরব আগল খুলেই ফেলেছেন, আসলে সারা বছর কাজের চাপে যাবতীয় কথা শুধুই ফোনে! এক সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোই হয় না। এটা একমাত্র সম্ভব পুজোর সময়। কারণ, ওই মরসুমে পরপর কয়েকদিন টানা ছুটি পাওয়া যায়।

Advertisement

আরও পড়ুন: বয়সে ২০ বছরের ছোট, এই বলিউডি নবাগতার সঙ্গে লিভ ইন করছেন অনুরাগ?​


গৌরব থামতেই দ্বিতীয় বোমা ফাটালেন শ্রীমা। কপট রাগ দেখিয়ে সুর চড়ালেন আরও এক ধাপ, ‘‘আর কী, এবার বলে দিলেই হয়, আমরা এক ঘরে কাপল মাসাজও নিয়েছি!’’ সম্পর্কে আছেন গৌরব-শ্রীমা অনেক দিন ধরেই। সেটাও সোশ্যাল মিডিয়ার দাক্ষিণ্যে ইন্ডাস্ট্রি এবং অনুরাগীদের জানা। তা বলে তাইল্যান্ডে চুপকে চুপকে ‘কাপল মাসাজ’! এক ঘরে?

আরও পড়ুন:থ্রিলারে জুটি বাঁধছেন সাহেব- সৌরসেনী​


ঝুলি খুলে বেড়াল বেরোতেই অভিনেত্রী অকপট, তাইল্যান্ডে গিয়েছেন আর মাসাজ নেবেন না, এটা কী করে হয়? ইচ্ছের কথা গৌরবকে জানাতেই প্রথমে অভিনেতা নিম রাজি, একা একা শ্রীমা মাসাজ নেবেন! কে না কে এসে শেষে কী করে টরে দেবে....! শ্রীমা ততক্ষণে আশ্বস্ত করেছেন, মেয়েরাই মেয়েদের মাসাজ করবে। এর পরেই নাকি গৌরবের বায়না তা হলে তিনিও করাবেন, কাপল মাসাজ। হিন্দি, বাংলা, ইংরেজি মেশানো জগা খিচুড়ি ভাষায় তাঁর আর্তি, ‘‘কাপল মাসাজ...কাপল মাসাজ....ইন ওয়ান রুম!’’

অভিনেতা নিম রাজি, একা একা শ্রীমা মাসাজ নেবেন!

শ্রীমার বর্ণনা শুনতে শুনতে হাসিতে ফেটে পড়েছেন গৌরব। শ্রীমা জানালেন, শুধু এই একটি ব্যাপারেই নয়, খাওয়া-দাওয়া থেকে শুরু করে পুরোটাই হয়েছে গৌরবের এই খিচুড়ি ভাষায়। মাসাজের পাশাপাশি প্যারা গ্লাইডিং, সমুদ্র তীরে একান্তে সময় কাটানো, নানা জায়গায় ঘোরাফেরা, শপিং-কিচ্ছু বাকি রাখেননি যুগল। আবার পুরো সফর ভিডিয়ো করে সোশ্যালেও পোস্ট করেছেন।

আরও পড়ুন: ‘ভাল থাকার ভ্যাকসিন’ নিয়ে মীরাক্কেল সিজন ১০

এ বার চার হাত এক হলেই তো হয়! শ্রীমার শেষ বোমা, ‘‘এ বছরেই হয়ে যেত হয়ত। করোনা ঝামেলা করল।’’ তা হলে ২০২১-২২?

‘‘হতেই পারে’’, বিয়ের আগাম সুর যেন বাজল শ্রীমার গলায়?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement