Sean Banerjee

নায়ক হিসাবে বড় পর্দায় আত্মপ্রকাশ, ‘আমার মাধ্যমে অনুরাগীদেরও স্বপ্নপূরণ হচ্ছে’, বললেন শন

নায়ক হিসাবে এই প্রথম বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে তিনি ধারাবাহিক ছেড়ে ছবিতেই মনোনিবেশ করবেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৯:০২
Share:

অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

ছোট পর্দার চর্চিত মুখ। পাশাপাশি গত কয়েক বছরে বাংলা ছবিতেও স্বল্প পরিসরে শন বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন দর্শক। তবে নায়ক হিসাবে এই প্রথম তাঁর কোনও ছবি মুক্তি পেতে চলেছে। ছবির নাম ‘যদি এমন হতো’।

Advertisement

এর আগে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছেন শন। কিন্তু সেই ছবিটি এখনও মুক্তির অপেক্ষায়। তাই ‘যদি এমন হতো’ নিয়ে অনেকটাই আশাবাদী অভিনেতা। বললেন, ‘‘প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি সব সময়ই মনের মধ্যে আলাদা জায়গা করে নেয়। আমার খুব ভাল লাগছে।’’

বছর দুয়েক আগে লন্ডনে এই ছবির শুটিং করেছিলেন শন। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন দিতিপ্রিয়া রায় এবং ঋষভ বসু। প্রথম ছবি দেরি করে মুক্তি পাচ্ছে বলে কোনও খারাপ লাগা কি কাজ করছে তাঁর মনে? শন বললেন, ‘‘আমি বিশ্বাস করি, সব কিছুর জন্য একটা সঠিক সময় থাকে। এমন অনেক ছবি রয়েছে, যেগুলো শুটিংয়ের বহু বছর পরেও দর্শকের মন জয় করেছে। আমার মনে হয়, এই প্রজন্মের দর্শক এই ছবিতে আমাকে পছন্দ করবেন।’’

Advertisement

গত দু’বছরে ধারাবাহিকের দৌলতে শনের পরিচিতি বেড়েছে। ফলে সেটা এই ছবিকেও সাহায্য করতে পারে বলে তিনি মনে করছেন। শন বললেন, ‘‘অনুরাগীরা সব সময় জানতে চাইতেন যে আমাকে কবে নায়ক হিসাবে বড় পর্দায় দেখা যাবে। এ বার যখন সেই সুযোগ উপস্থিত, মনে হয় তাঁরা সেটা হাতছাড়া করবেন না। আমার তো মনে হয়, আমার মাধ্যমে তাঁদেরও স্বপ্নপূরণ হচ্ছে।’’

এই মুহূর্তে ‘রোশনাই’ ধারাবাহিক নিয়ে ব্যস্ত শন। তাই ফিরিয়ে দিয়েছেন বেশ কিছু ছবির প্রস্তাব। ছবিমুক্তির পর তিনি কি বড় পর্দার দিকে বেশি মনোনিবেশ করবেন? শন বললেন, ‘‘এত দ্রুত সেটা বলা কঠিন। তবে ভাল চিত্রনাট্য হলে ছবিতে অভিনয় করতে কোনও আপত্তি নেই।’’ ছোট পর্দায় অভিনয় করলে অন্য কাজের জন্য সময় বার করা কঠিন হয়ে পড়ে। কিন্তু শন জানালেন, এ ক্ষেত্রে ধারাবাহিকের প্রযোজনা সংস্থা তাঁকে সাহায্য করে। তাই আগামী দিনে কোনও ছবিতে অভিনয় করতে হলে তাঁর সমস্যা হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement