Rwitobroto Mukherjee

বছর শেষের চমক! লুক বদলে ‘রাউডি বেবি’ ঋতব্রত

শুক্রবার তিনি আবার পুরনো ছন্দে। দাড়ি-গোঁফ কেটে ক্লিন শেভড। কাঁচির কোপে চুল আবার আগের মতোই ঘাড়ের উপরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ১৬:৪৭
Share:

ঋতব্রত মুখোপাধ্যায়।

পুজোর সময় তিনি ‘বোহেমিয়ান’ লুকে। বছর শেষে তিনিই ‘রাউডি বেবি’! ২০২১-কে স্বাগত জানাতে এক ঝটকায় লুক বদলে ফেললেন ঋতব্রত মুখোপাধ্যায়। লকডাউন শুরু হতেই নিজেকে ঘরবন্দি করে ফেলেছিলেন নব্য প্রজন্মের অভিনেতা। পার্লারে পর্যন্ত যাননি। ফলে, গোঁফ, দাড়ি, চুল দৈর্ঘ্যে বেড়েছে অবাধে।

Advertisement

ঋতব্রতর এই অগোছালো লুক ভাইরাল হয়েছিল তখন। এই লুকেই তিনি অভিনয় করেছিলেন পরিচালক অভিনন্দন দত্তের দ্বিতীয় ওয়েব সিরিজ ‘উৎসবের পরে’-তে। আড্ডা টাইমস-এর এই সিরিজে ঋতব্রতের সঙ্গে অভিনয় করেছেন কৌশিক সেন, বিমল চক্রবর্তী, সত্যম ভট্টাচার্য, ঐশ্বর্য সেন, সেঁজুতি মুখোপাধ্যায় এবং আরও অনেকে।

শুক্রবার তিনি আবার পুরনো ছন্দে। দাড়ি-গোঁফ কেটে ক্লিন শেভড। কাঁচির কোপে চুল আবার আগের মতোই ঘাড়ের উপরে। নয়া সংযোজন, সামনে স্পাইক করেছেন অভিনেতা।

Advertisement

A post shared by Rwitobroto Mukherjee (@_rwitobroto_)

১১ হাজার ভিউয়ার্স বলছেন, সব মিলিয়ে ইংরেজি বর্ষবরণের পার্টি মুডে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়ের একমাত্র ছেলে ‘ঋক’।

আরও পড়ুন: কোনও দিন স্বীকারই করেননি, জেসিকা হাইন্সের ছেলে জান কি আমিরের চতুর্থ সন্তান?

‘আই অ্যাম ব্যাক’, সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রেমো ডি’সুজা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement