Rukmini Maitra

‘তুমি এমনিই থেকো’, বছর শেষে দেব-রুক্মিণীর প্রেম প্রকাশ্যে?

দেবের কোন ছবি রুক্মিণীর মুখ খোলালো?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ১৩:৩৫
Share:

দেব-রুক্মিণী মৈত্রের ভালবাসা প্রকাশ্যে।

একটি ছবি। তাকে ঘিরে এই প্রথম দেব-রুক্মিণী মৈত্রের ভালবাসা প্রকাশ্যে এল। দেবের কোন ছবি রুক্মিণীর মুখ খোলালো?

Advertisement

সোশ্যাল পেজ বলছে, ১ ডিসেম্বর থেকে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের আগামী ছবি ‘গোলন্দাজ’-এর শ্যুট শুরু করেছেন দেব। এই ছবিতে তিনি বাংলার ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। ছবির লুক অনুযায়ী তিনি পরেছেন ধুতি, পাঞ্জাবি। লাগিয়েছেন গোঁফ। পায়ে মোজা, বুট জুতো। পাশে দাঁড়ানো ঘোড়ায় টানা গাড়ি।

শ্যুটের ফাঁকেই হঠাৎ সাংসদ-তারকা কিছুক্ষণ সময় কাটালেন টাঙার ঘোড়াদের সঙ্গে। নিজের হাতে চানা খাওয়ালেন। ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লেখা, ‘এমনিই।’ সেই ছবি দেখেই সাড়া দিয়েছেন রুক্মিণী। আন্তরিক ভাবে দেবের কথাই ফিরিয়ে দিয়েছেন দেবকে, ‘হুমমম, এমনিই থেকো।’ অর্থাৎ, এই সারল্য, এই মানবিকতা যেন কখনওই না মুছে যায় দেবের মন থেকে। প্রসঙ্গত, টলিউডে দেবের হাত ধরে অভিষেক হলেও জিৎ প্রোডাকশনের ‘সুইৎজারল্যান্ড’ ছবিতে এই প্রথম রুক্মিণীর বিপরীতে আবীর চট্টোপাধ্যায়।

Advertisement

শুক্রবার ছবি ছুঁয়েছে তৃতীয় সপ্তাহ। আহ্লাদে আটখানা রুক্মিণী ভিডিয়ো ক্লিপিংসে জানিয়েছেন, হাউজফুল যাচ্ছে তাঁর ছবি। দর্শকদের ভালবাসায় টিম ‘সুইৎজারল্যান্ড’ আপ্লুত।

আরও পড়ুন: কনের সাজে তৃণা, নিজেই ছুটলেন বর দেখতে!

আরও পড়ুন: কেন বন্ধ হল সদ্য শুরু হওয়া ছবির শুটিং?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement