Shah Rukh Khan & Salman Khan

‘সলমন মারতে বলতেন, ভাঙা হাড় নিয়েও লড়তেন শাহরুখ’, অ্যাকশন দৃশ্যে কোন তারকা এগিয়ে?

ভিতর থেকে যে অভিনয় বেরিয়ে আসে, সেটাই করতে পছন্দ করেন সলমন খান। সহজাত অভিনয় পছন্দ করেন তিনি। জানান নিখিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুন ২০২৪ ১৯:৫৩
Share:

শাহরুখ খান ও সলমন খান। ছবি-সংগৃহীত।

বলি-তারকা শাহরুখ খান ও সলমন খানকে নিয়ে তুলনার শেষ নেই। সম্প্রতি বলিউডের এই দুই ‘খান’-কে নিয়ে সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে কথা বললেন, অভিনেতা নিখিল ধীর। বলিউডের ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যায় নিখিলকে। দুই খানের বিপরীতেই খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

Advertisement

শাহরুখ ও সলমনের কাজের ধরনে কিছু পার্থক্য তুলে ধরেছেন অভিনেতা। তিনি বলেন, ‘‘শাহরুখ স্যর দৃশ্যের আগে মহড়া দিয়ে নিতে পছন্দ করেন। তাই সেই ভাবেই অভিনয় করেন তিনি। সলমন ভাই আবার যে ভাবে সব কিছু এগোচ্ছে, সেই ভাবেই কাজ করতে পছন্দ করেন। এটাই দু’জনের কাজের মধ্যে মূল পার্থক্য।’’

ভিতর থেকে যে অভিনয় বেরিয়ে আসে, সেটাই করতে পছন্দ করেন সলমন খান। সহজাত অভিনয় পছন্দ করেন তিনি। জানান নিখিল। তিনি বলেন, ‘‘সলমন স্যরের সঙ্গে এমন কিছু ঘটে যা খুব ভিতর থেকে আসে। ওঁর সঙ্গে একাধিক লড়াইয়ের দৃশ্য রয়েছে আমার। আমার মনে আছে, অ্যাকশন মাস্টার বলেছিলেন, তুমি এইভাবে সলমনকে মারতে পারবে না। আমি তখন স্যরকে গিয়ে বলি। তিনি বলেন, তুই মার আমায় যে ভাবে মনে হয়।’’

Advertisement

শাহরুখ সম্পর্কে নিখিল বলেছেন, ‘‘শাহ স্যরও লড়াইয়ের দৃশ্যে অসাধারণ। কী ভাবে পড়ে যেতে হয় সেটাও তিনি খুব ভাল জানেন, কারণ এক সময়ে তিনি ফুটবল খেলতেন। এই ভাবে পড়ে যাওয়া খুব কঠিন। কাঁধের হাড় ভেঙে যাওয়া সত্ত্বেও তিনি এই কাজটা অনায়াসে করতে পারেন।’’

শাহরুখ-সলমন ছাড়াও অক্ষয় কুমার ও অজয় দেবগণের সঙ্গে লড়াইয়ের দৃশ্যে অভিনয় করেছেন নিখিল। তাঁর কথায়, ‘‘সবাই খুব ভাল কাজ করেন। আমি খুব ভাগ্যবান যে সবাই আমার সঙ্গে শিশুর মতো আচরণ করেছেন। সলমন ভাই আমায় ৭-৮ বছর বয়স থেকে দেখেছেন। বহু বছর ধরে এই অভিনেতাদের আমি দেখেছি।’’

উল্লেখ্য, শাহরুখ খানের সঙ্গে ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে কাজ করেছেন নিখিল। অন্যদিকে ‘রেডি’ ছবিতে সলমনের বিপরীতে খলনায়ক হিসেবে দেখা গিয়েছিল তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement