Tollywood

পাবনায় সুচিত্রা সেনের বাড়ি দেখতে যাবেন দর্শনা

এর আগে মুম্বইয়ে ইমরান হাসমির সঙ্গে একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন দর্শনা। আগামী দিনে তাঁকে দেখা যাবে হিন্দি ওয়েবসিরিজেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২১ ১৫:৫১
Share:

দর্শনা ও শাকিব

মু্ম্বইয়ে ডাবিং সেরেই ফের বাংলাদেশে দর্শনা বণিক। কী উপলক্ষে? নায়িকার ইনস্টাগ্রাম বলছে, ‘অপারেশন সুন্দরবন’-এর পরে তিনি ব্যস্ত আগামী ছবি ‘অন্তরাত্মা’র শ্যুটে। বাংলাদেশের এই ছবিতে কলকাতার দর্শনার বিপরীতে ঢাকার জনপ্রিয় তারকা শাকিব খান।

Advertisement

ছবি সম্পর্কে জানার জন্য যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু দর্শনার সঙ্গে কথা বলা যায়নি। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর ১০ মার্চ তিনি পা রেখেছেন পাবনা জেলায়। সেখানেই শ্যুটিং চলছে চিত্রনাট্যকার ও পরিচালক ওয়াজেদ আলি সুমনের এই ছবির। কাহিনিকার-প্রযোজক সোহানি হোসেন। এর আগে মুম্বইয়ে ইমরান হাসমির সঙ্গে একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন নায়িকা। আগামী দিনে তাঁকে দেখা যাবে হিন্দি ওয়েবসিরিজেও।

শাকিবের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ খুশি দর্শনা। বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এত দিন তিনি পর্দায় শাকিবকে দেখেছেন। এ বার তাঁর সঙ্গে কাজ করবেন। ১০ মার্চ বাংলাদেশে পা রেখেই শ্যুট শুরু করে দিয়েছেন তিনি। আপাতত ১ মাস থাকবেন ও-পার বাংলায়।

Advertisement

পাবনা মহানায়িকা সুচিত্রা সেনের জন্মস্থান। এ কথা জানেন অভিনেত্রী তাই তাঁর খুব ইচ্ছে, মহানায়িকার বাড়ি ঘুরে দেখবেন শ্যুটিংয়ের অবসরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement