Leonardo DiCaprio

নতুন গাঁটছড়া

গত এক বছরের মধ্যে অ্যাপল টিভি বেশ জনপ্রিয় হয়েছে। ৭২তম এমি অ্যাওয়ার্ডসেও অ্যাপেল প্রযোজিত সাতটি শো মনোনয়ন পেয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২০ ০০:০৬
Share:

লিওনার্দো

অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর সংস্থা আপ্পিয়ান ওয়ে-র সঙ্গে চুক্তিবদ্ধ হল অ্যাপল। প্রযোজনা সংস্থার অধীনে যে সব ছবি, সিরিজ়, টেলিভিশন প্রজেক্ট তৈরি হবে তাতে সহযোগী প্রোডিউসর হিসেবে থাকবে অ্যাপলও। এক্সক্লুসিভ রাইটসও অ্যাপলেরই। গত এক বছরের মধ্যে অ্যাপল টিভি বেশ জনপ্রিয় হয়েছে। ৭২তম এমি অ্যাওয়ার্ডসেও অ্যাপেল প্রযোজিত সাতটি শো মনোনয়ন পেয়েছে। মার্টিন স্করসেসির প্রযোজনায় ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবিটি এই চুক্তির অধীনেই তৈরি হচ্ছে। ছবিতে লিওনার্দো ছাড়াও রয়েছেন রবার্ট ডি নিরো। স্করসেসির ছবিটির বাজেট এতটাই বেশি ছিল যে, হলিউডের প্রথম সারির অনেক প্রযোজনা সংস্থাই পিছিয়ে আসে। তার পর অ্যাপলের সঙ্গে যোগাযোগ করেন পরিচালক।

Advertisement

লিওনার্দোর প্রযোজনা সংস্থা এর আগে ‘দ্য রেভেনান্ট’, ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’, ‘শাটার আইল্যান্ড’-এর মতো ছবির নির্মাণে যুক্ত ছিল। অ্যাপলের সঙ্গে লিওর এই চুক্তির মধ্যে আর একটি উল্লেখযোগ্য প্রজেক্ট হল ‘শাইনিং গার্লস’। এই থ্রিলার সিরিজ়ের প্রধান চরিত্রে রয়েছেন এলিজ়াবেথ মস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement