মেয়ের সঙ্গে কনীনিকা।
‘‘নতুন কিছু শেখা মানেই একটা উত্তেজনা! বুক দুরুদুরু। মা হওয়ার পর থেকে সেটা আরও বেড়েছে। সব সময়েই নতুন কিছু শিখছি’’, চতুর্থীতে নতুন কথা শোনালেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়।
মেয়ের জন্য এবারের পুজোয় নিজের হাতে জামা বানাচ্ছেন!
‘‘কেন নয়?’’ পাল্টা প্রশ্ন ‘অন্দরমহল’ খ্যাত ‘পরমেশ্বরী’র। ‘‘ছোট্ট মেয়েকে বড় করে তুলতে তুলতে ওর কি খিদে পেয়েছে? কাঁদছে কেন, পেট ব্যথা করছে নাকি? মনের মধ্যে প্রতি পদে জন্ম নেওয়া এত প্রশ্নের উত্তর আমিই নিজে নিজে শিখেছি।’’ যুক্তি অভিনেত্রীর।
সেই উৎকণ্ঠা থেকেই সন্তানকে আগলে রাখার শক্তি পেয়েছেন। নরম আঁচলে এক তাল মাটির ঢেলাকে যত্নে মুড়ে রাখার অনুপ্রেরণাও। অনেকটা মা দুর্গার মতো? প্রতিদিন এ ভাবে নতুন পথে হাঁটতে হাঁটতে নিজেকে নিজেই প্রশ্ন করেন কনীনিকা
আরও পড়ুন: অনুপ জলোটাকে ডিভোর্স করে বিয়ে, আজও চিরসবুজ রূপকুমার-সোনালি
এই প্রশ্নের উত্তরও নিজেই খুঁজে নিয়েছেন তিনি, ‘‘নতুন কিছু শেখার সফরে এ বার এটাই শিখছি। জামা বানানো। এ বার পুজোয় নিজের হাতে তৈরি জামায় সাজিয়ে তুলব ছোট্ট কনীকে।’’
তারপরেই দ্বিধা, ‘‘কী পারব তো? বলুন না?’’
আরও পড়ুন: ভিড়ের মধ্যে তাপসীর সঙ্গে অসভ্যতা, ব্যক্তির আঙুল মটকে দিলেন নায়িকা
পরমুহূর্তেই দ্বিধা ঝেড়ে ফের সাবলীল, তিনি যে মা! তাঁকে পারতেই হবে।