জামিন পেলেন তথা অভিনেতা জয়রাজ ভট্টাচার্য। ছবি ফেসবুক থেকে সংগৃহীত।
জামিনে মুক্তি পেলেন নাট্যকর্মী তথা অভিনেতা জয়রাজ ভট্টাচার্য। শুক্রবার তাঁকে হাওড়ার শিবপুরের বাড়ি থেকে গ্রেফতার করেছিল পুলিশ। শনিবার তাঁর জামিন মঞ্জুর করে আদালত।
এ দিন দুপুর দেড়টা নাগাদ জয়রাজকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। তাঁর বিরুদ্ধে বেআইনি ভাবে জমায়েত করা, তাতে যোগ দেওয়া, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া-সহ বিভিন্ন জামিনযোগ্য ধারায় অভিযোগ দায়ের করা হয়েছিল। বিচারক ৫০০ টাকার বন্ডের বিনিময়ে তাঁকে জামিন দেন।
এ দিন জামিন পাওয়ার পর জয়রাজ বলেন, ‘‘আমি ওই মামলায় আগে হাজিরা দিয়েছিলাম। আদালতের তরফে আমার কাছে কোনও সমন আসেনি। তা সত্ত্বেও আমাকে কেন পলাতক হিসাবে দেখানো হয়েছে জানি না।’’ তাঁর দাবি, ‘‘২০১৩ সালের একটি মামলায় ২০২০ সালে পদক্ষেপ করা হচ্ছে, কারণ আমরা সিএএ, এনআরসি নিয়ে প্রতিবাদ করছি। রাস্তায় নামছি। তার ফলে এই সরকার কোনও ভাবে বিড়ম্বনায় পড়ে গিয়েছে। তাই আমাদের ভয় দেখাতে চাইছে। কিন্তু আমরাও পাল্টা বার্তা দিচ্ছি, এই পদক্ষেপে আমরা মোটেই ভয় পাচ্ছি না। আমরা যেমন ভাবে প্রতিবাদ করছিলাম সেটা চালিয়ে যাব।’’
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাত বছর আগে, ২০১৩ সালে কামদুনি ধর্ষণকাণ্ডের প্রতিবাদে করা মিছিলে আইনভঙ্গের অভিযোগ উঠেছিল জয়রাজের বিরুদ্ধে। সেই মামলার শুনানি চলাকালীন আদালতে গরহাজির ছিলেন তিনি। এর পর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তার পর শুক্রবার সন্ধ্যায় ওই নাট্যকর্মীকে তাঁর শিবপুরের বাড়ি তাঁকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: মুভি রিভিউ ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’: অশিক্ষা, কুসংস্কার শুষে নিতে কত ন্যাপকিন লাগবে?
অভিনয় জগতে পরিচিত মুখ জয়রাজ ভট্টাচার্য। পাশাপাশি সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-এর বিরুদ্ধে লাগাতার কর্মসূচিও চালিয়ে যাচ্ছিলেন তিনি। তাঁকে গ্রেফতার করা নিয়ে প্রশ্ন তোলে মানবাধিকার সংগঠন এপিডিআর। সংগঠনের সদস্যদের অভিযোগ, সাম্প্রতিক কালে সিএএ, এনআরসি সংক্রান্ত বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত ভাবে অংশগ্রহণ করছিলেন জয়রাজ ভট্টাচার্য। এ ছাড়া কামদুনি-সহ নানা ইস্যুতেও রাজ্যের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। সেই প্রতিশোধ নিতেই ওই শিল্পীর বিরুদ্ধে এমন পুলিশি পদক্ষেপ করা হয়েছিল।
আরও পড়ুন: অম্বানীর বাড়িতে হোলির পার্টিতে হাজির প্রায় গোটা বলিউড, দেখে নিন ফোটো অ্যালবাম