Bengali Television

পর্দার বরযাত্রী সঞ্জীবকুমার, ধর্মেন্দ্র! বাস্তবে হানির বিয়েতে অমিতাভ, মনোজ, রাজকুমার?

একের পর এক ধারাবাহিকে ছদ্মবেশের ছড়াছড়ি! কোথাও নায়িকা লুক বদলে ‘নাড়ু’! কোথাও নায়ক ‘দিলীপকুমার’। ছোট পর্দায় এ সব হচ্ছেটা কী?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৯:২৩
Share:

হানি বাফনার বিয়ের বরযাত্রী অমিতাভ বচ্চন? ছবি: ফেসবুক।

দর্শককে ছোট পর্দার সামনে বসিয়ে রাখতে হবে। রেটিং চার্টেও প্রথম দশে থাকতে হবে। অতঃকিম? নায়ক বা নায়িকার ভোলবদল! ‘কথা’ ধারাবাহিকে সুস্মিতা দে ‘ন্যাড়া মাথা’ লুকে ভাইরাল। সেই পর্ব মিটতে না মিটতেই ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে নায়কের ছদ্মবেশ। তেজ বসু মল্লিক ওরফে হানি বাফনা এ বার চমকে দিয়েছেন দর্শককে। ধারাবাহিকের আগামী পর্বে তিনি বড় আকর্ষণ।

Advertisement

এক মুখ সাদা দাড়ি-গোঁফ। মাথায় কোঁকড়া সাদা চুলের বোঝা। চোখে চশমা এঁটে, লাল পাঞ্জাবিতে সেজে ওঠা হানির নাম বলিউডের দিলীপকুমার! পঞ্চাশের দশকের হিন্দি ছবির দুনিয়ায় ফিরে গেলেন যে! হঠাৎ এহেন পরিবর্তন? সাজবদল প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের প্রশ্নে পাল্টা রসিকতায় নায়ক। হানির জবাব, “ছদ্মবেশে হবু বৌকে বিয়ে করতে যাচ্ছি!” তার পর বললেন, “ধারাবাহিকে তেজের ঠাম্মি খেপেছেন। তিনি নায়িকা সুধাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। তার উপরে তার বিরুদ্ধে মামলা করেছেন।” এ দিকে সুধা নিজের পায়ে দাঁড়াবে বলে দোকান দিয়েছে। তাতে হবু স্বামী তেজের সহযোগিতা রয়েছে। ঠাম্মির হাত থেকে বাঁচতে এবং হবু বৌয়ের পাশে দাঁড়াতেই এই ছদ্মবেশ। নাম দীলিপকুমার! চিত্রনাট্যের খাতিরে যিনি অর্থ আর সম্পত্তির অভাবে এই বয়সেও অবিবাহিত।

ছদ্মবেশে হানি বাফনা। ছবি: স্টার জলসা।

নিজের বার্ধক্য দেখে নির্ঘাত মনখারাপ? “একেবারেই না”, দাবি নায়কের। হাসতে হাসতে বললেন, “বুড়ো বয়সেও যে আমাকে সুপুরুষ দেখাবে এই সাজ দেখে সেটা বুঝেছি। আমি দারুণ খুশি।” এ-ও জানিয়েছেন, গত ১০ বছর ধরে তিনি ছোট পর্দার নায়ক। চরিত্রের খাতিরে বহু বার ছদ্মবেশ নিয়েছেন। “বলতে পারেন এটাই আমার কাছে স্বাদবদল। দর্শকও নিত্য নতুন রূপে দেখতে পছন্দ করেন”, দাবি অভিনেতার। পর্দায় ছদ্মবেশী দিলীপকুমার-এর বাবা-ভাইয়েরাও তাই বৃদ্ধের ছদ্মবেশেই বরযাত্রী হিসাবে আসবেন। বলিউডি নায়কদের সঙ্গে নাম মিলিয়ে তাঁদের নাম ধর্মেন্দ্র, সঞ্জীবকুমার! নায়কের দাবি, পর্ব দেখতে বসে হাসতে হাসতে পেটে খিল ধরবে দর্শকদের।

Advertisement

পর্দায় বহু বার বিয়ে হয়ে গিয়েছে। বাস্তবে এখনও সাতপাকে ঘোরা বাকি। হানির সত্যিকারের বিয়েতে পছন্দের বরযাত্রী কারা হবেন? একটু থমকে নায়ক জানালেন, মনোজ বাজপায়ী, রাজকুমার রাও খুব পছন্দের। এঁদের সঙ্গে অমিতাভ বচ্চনও যদি আসেন, হানি আর কিচ্ছু চাইবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement