Dipankar De

পঁচাত্তরের বর, ঊনপঞ্চাশের কনে, ‘নয়া’ ঘর বাঁধলেন দীপঙ্কর-দোলন

বৃহস্পতিবার রাত্রে দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁতে বসেছিল বিয়ের আসর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২০ ০১:০৩
Share:

সাত পাকে বাঁধা পড়লেন দীপঙ্কর দে ও দোলন রায়। উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, শীর্ষ সেন সহ বিশিষ্টজনেরা।—ছবি সোশ্যাল মিডিয়া।

‘বয়স শুধু সংখ্যামাত্র ' –সেই কথাটিকেই যেন বাস্তব রূপ দিলেন অভিনেতা দীপঙ্কর দে। দীর্ঘদিনের পার্টনার অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তিনি। পাত্র ৭৫, পাত্রী ৪৯....তাতে কী ? ভালবাসার কাছে বয়স যে তুচ্ছ — তা আরও একবার প্রমাণ করলেন এই জুটি।

Advertisement

বৃহস্পতিবার রাত্রে দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁতে বসেছিল বিয়ের আসর। ঘরোয়া অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে রেজিস্ট্রি করলেন তাঁরা। সাদা পাঞ্জাবীতে এই বয়সেও দীপঙ্কর যেন তরুণ তুর্কি। অন্যদিকে লাল বেনারসি, মানানসই গয়নায় দোলনও অপরূপা। হল মালাবদলও।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, শীর্ষ সেন সহ বিশিষ্টজনেরা।

Advertisement

বহু বছর ধরেই লিভ-ইন সম্পর্কে ছিলেন দীপঙ্কর-দোলন। অবশেষে এক হল চার হাত।

আরও পড়ুন: মে মাসেই কি বিয়ের পিঁড়িতে বরুণ?

আরও পড়ুন: কুমার শানু ও জিৎকে ‘লিটল রাসকেল’ বললেন কবিতা কৃষ্ণমূর্তি!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement