Dia Mirza

Dia Mirza: বিয়ের আগেই ঘনিষ্ঠতা,গর্ভাবস্থা প্রসঙ্গে কী বললেন দিয়া?

বিয়ের আগে গর্ভবতী। সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গতা। নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী দিয়া মির্জা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২২ ২১:১১
Share:

মুখ খুললেন দিয়া

বিয়ের আগে সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠতা ! সময়, যুগ বদলেছে। তাই অনেকেরই ধারণা বর্তমানে এ বিষয় নিয়ে খুব একটা চিন্তিত নন কেউই। কিন্তু তা-ও প্রকাশ্যে ঘনিষ্টতার কথা, এখনও অস্বস্তিতে ফেলে মানুষকে। সামাজিক স্বীকৃতির আগে ঘনিষ্ঠতা কি ঠিক, সন্তানধারণ কি ঠিক? এ প্রসঙ্গে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী দিয়া মির্জা।

Advertisement

মুম্বইয়ের সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “এটি সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে। শুধুমাত্র ভয় পেয়ে যদি কেউ কোনও সিদ্ধান্ত নেন সেটা আলাদা। নিজের সিদ্ধান্ত এবং পছন্দের উপর আস্থা ও আত্মবিশ্বাস থাকা প্রয়োজন।”

ব্যবসায়ী বৈভব রেখীকে ২০২১-এর ফেব্রুয়ারিতে বিয়ে করেন দিয়া। তার ঠিক দু’মাস পরেই মাতৃত্বের কথা ঘোষাণা করেন নায়িকা। জুলাইয়ে জন্ম হয় তাঁদের প্রথম সন্তান অব্যানীর। অনুভব সিংহ’র পরের ছবিতে দেখা যাবে নায়িকাকে। এছাড়াও তাপসী পান্নু এবং ফতেমা সানা শেখের সঙ্গে ‘ধক ধক’ ছবিতে দেখা যাবে দিয়াকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement