Anirban Bhattacharya

Anirban Bhattacharya: বিপুল ওই বহুতল দেখলে মনে হয়, আমাকে যেন গিলতে আসছে: অনির্বাণ

সমঝে চলতে হবে— কলকাতায় আসার পর অনির্বাণের প্রাথমিক শিক্ষা ছিল এটাই। কিন্তু দিন কাটার সঙ্গে সঙ্গেই সেই ভয়-ভাবও উধাও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২১ ১৬:২৬
Share:

অনির্বাণ মেদিনীপুর শহরের ছেলে। ছবি: ফেসবুক থেকে

কলকাতা শহরে এসে প্রথম ভয় পেয়ে গিয়েছিলেন ‘মুকদ্দর’। বলছিলেন, ‘‘আমি যখন পড়াশোনা আর থিয়েটার করতে কলকাতায় এলাম, তখন কলকাতাকে দেখে বেশ ভয় লেগেছিল। এখন বুঝি, এই শহরটার মধ্যে একটা ভয় দেখানো আছে।’’ আনন্দবাজার অনলাইনের লাইভ আড্ডায় এসে নিজের কর্মভূমিকে প্রথম দেখার স্বাদ ভাগ করে নিলেন অভিনেতা তথা পরিচালক অনির্বাণ ভট্টাচার্য। জানালেন, তাঁর কাছে এখনও কলকাতা শহরের ভয় দেখানো দৃশ্য— পরমা আইল্যান্ডের কাছে বিপুল বপু বাড়ির ছবি। তাঁর কথায়, ‘‘যেন আমাকে গিলতে আসছে!’’

সমঝে চলতে হবে— কলকাতায় আসার পর অনির্বাণের প্রাথমিক শিক্ষা ছিল এটাই। কিন্তু দিন কাটার সঙ্গে সঙ্গেই সেই ভয়-ভাবও উধাও। এমনকি তাঁকে কেউ মফস্‌সল শহর থেকে এসেছেন বলে হেলাফেলাও করেনি। সকলে একসঙ্গে মিলেই গ্রুপ থিয়েটারের কাজ করেছেন। তবে প্রাথমিক ভাবে মহানগর দেখে অনির্বাণের এমনই মনে হয়েছিল। শনিবার তিনি বলেন, ‘‘এটা মেদিনীপুরের বিধাননগরের মাঠ নয়, যে ইচ্ছে হল বেরিয়ে পড়লাম। এখানে সমঝে থাকতে হবে।’’

Advertisement

অনির্বাণ মেদিনীপুর শহরের ছেলে। সেখানকার বিধাননগরেই তাঁর বেড়ে ওঠা। কিন্তু মফস্সল থেকে কলকাতা এসে প্রতিষ্ঠা পেতে হবে, এর কোনও বাড়তি চাপ অনুভব করেছেন কি অনির্বাণ? সম্প্রতি তিনি ‘মন্দার’ করেছেন। সেই ওয়েবসিরিজ এখন বিখ্যাত। ওই সিরিজেই তাঁর চরিত্রের নাম মুকদ্দর। পুলিশ অফিসার। তো প্রশ্ন শুনে ‘মুকদ্দর’-এর জবাব, ‘‘আমি কখনওই নিজেকে প্রমাণ করতে আসিনি। আমার মনে হয়েছিল, আমি একটা নাটক করছি, সেখানে আমাকে একটি পার্ট দেওয়া হয়েছে। সেটা আমাকে ভাল করে করতে হবে। তবেই নাটকটার ভাল হবে। আমি চিরকাল এ ভাবেই কাজ করেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement