Ananya Chatterjee

Tollywood actress Demise: টলিপাড়ায় আবারও শোকের ছায়া, প্রয়াত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। বেশ অনেকগুলি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২২ ১৫:৩৩
Share:

শুক্রবার সকালে এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় অনন্যা চট্টোপাধ্যায়ের।

টলিপাড়ায় আবারও শোকের ছায়া। প্রয়াত ছোট পর্দার পরিচিত মুখ অনন্যা চট্টোপাধ্যায়। শুক্রবার সকালে এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ফুসফুসে সংক্রমণ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। চলছিল চিকিৎসা। শুক্রবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী।

Advertisement

বহু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। বহু বছর ধরে ‘তিথির অতিথি’, ‘গাঁটছড়া’-সহ একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। ‘চারমূর্তি’ ছবিতে ক্যাবলার বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। চলতি বছরের জুন মাসে স্বামীহারা হয়েছিলেন তিনি। ছেলে দেবাঞ্জন চট্টোপাধ্যায়ও অভিনয় করেন।

অভিনেত্রীর প্রয়াণে দুঃখপ্রকাশ করেছেন টালিগঞ্জের অনেকেই। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় আনন্দবাজার অনলাইনকে বলেছেন, “আমরা একই ধারাবাহিকে কাজ করেছিলাম। খুব খারাপ লাগছে ওঁর ছেলের জন্য।” অভিনেত্রী শ্রুতি দাস লেখেন, ‘ভাল মানুষরা তাড়াতাড়ি চলে যান!’

Advertisement

চলতি বছরে বহু পরিচিত মুখকে হারিয়েছে মানুষ। সঙ্গীতজগত থেকে বিনোদন একের পর এক মৃত্যুসংবাদ। বছরের শুরুতেই প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্য়ায়। কয়েক মাস আগে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন পরিচালক তরুণ মজুমদার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement