Adrit Roy

Adrit Roy: বিয়ে ভাঙল ‘মিঠাই’-এর আদৃতের, অন্য পুরুষের সঙ্গে আংটি বদল তাঁর বাগদত্তার!

আদৃতের প্রিয় বান্ধবী এবং নায়িকা অনামিকা চক্রবর্তীও সুপ্রিয়ার আংটি বদলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নিজের ইনস্টাগ্রামে সে ছবিও দিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৪৭
Share:

আদৃত এবং সুপ্রিয়া

বিয়ে ভাঙল আদৃত রায়ের। গত নভেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল ‘মিঠাই’-এর নায়কের। কিন্তু সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না কোনও। অনেকের ধারণা হয়েছিল, অতিমারির প্রকোপে বিয়ে পিছিয়েছে। কিন্তু এ বারে অন্য গল্প শোনা গেল। থুড়ি, দেখা গেল।

Advertisement

আদৃতের বাগদত্তা সুপ্রিয়া মণ্ডল অন্য কারও সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। আংটি বদল করলেন নতুন প্রেমিকের সঙ্গে। তাঁর ছবি সুপ্রিয়ার ইনস্টাগ্রাম স্টোরিতে। কিন্তু কাকে বিয়ে করলেন সুপ্রিয়া? ছবি মিললেও সেই তরুণের পরিচয় পাওয়া যায়নি।

আদৃতের প্রিয় বান্ধবী এবং টেলিপাড়ার নায়িকা অনামিকা চক্রবর্তীও সুপ্রিয়ার আংটি বদলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নিজের ইনস্টাগ্রামে সে ছবিও দিয়েছেন তিনি।

Advertisement

নতুন প্রেমিকের সঙ্গে সুপ্রিয়ার আংটি বদল; অনামিকার সঙ্গে সুপ্রিয়া

গত জুলাই মাসে টেলিপাড়া থেকে খবর পাওয়া গিয়েছিল, ‘মিঠাই’-এর নায়ক তাঁর ১০ বছরের প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন নভেম্বরে। টেলিপাড়ায় তার আগের কয়েক মাস ধরে এই খবর নিয়ে মাতামাতি চলেছে চুপি চুপি। সুপ্রিয়া-আদৃতের পরিবারের মধ্যে সম্পর্ক অনেক দিনের। আদৃতের হবু শ্বশুরমশাই মুম্বইয়ের নামকরা শিল্প পরিচালক।

এমনকি বন্ধুবান্ধবদের আড্ডা বা টেলিপাড়ার পার্টিতে প্রেমিকাকে সঙ্গে নিয়েই গিয়েছেন আদৃত। তা ছাড়া অনামিকার সঙ্গেও সুপ্রিয়ার ছবি দেখতে পাওয়া গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement