Aishwarya Rai Bachchan

‘আমি স্বামী হিসাবে বলছি না’, ঐশ্বর্যার সমালোচনা শুনতে না পেরে কী করেছিলেন অভিষেক?

এক সাক্ষাৎকারে নিজেদের কাজ নিয়ে কথা বলেছিলেন বচ্চন দম্পতি। সেই সময় গুঞ্জন ছড়ায়, সৌন্দর্যের জন্যই সুযোগ পান ঐশ্বর্যা। অভিনয় প্রতিভার অভাব রয়েছে তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৭:৪০
Share:
Actor Abhishek Bachchan once lashed out on netizens for criticising Aishwarya Rai Bachcha

ঐশ্বর্যার হয়ে সরব হয়েছিলেন অভিষেক। ছবি: সংগৃহীত।

বি-টাউন জুড়ে গত কয়েক দিন ধরে জল্পনা, বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন। যদিও কেউই এই নিয়ে এখনও মুখ খোলেননি। এই জল্পনার মাঝেই অভিষেকের একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটপাড়ায়। সেই সাক্ষাৎকারে অভিষেক স্ত্রীর সমর্থনে কথা বলেছেন। সাক্ষাৎকারে অভিষেকের সঙ্গে ঐশ্বর্যাও ছিলেন।

Advertisement

ওই সাক্ষাৎকারে নিজেদের কাজ নিয়ে কথা বলেছিলেন বচ্চন দম্পতি। সেই সময় গুঞ্জন ছড়ায়, সৌন্দর্যের জন্যই সুযোগ পান ঐশ্বর্যা। অভিনয় প্রতিভার অভাব রয়েছে তাঁর। প্রাক্তন বিশ্বসুন্দরীকে ‘প্লাস্টিক’ তকমাও দেওয়া হয়েছিল। এই নিয়ে প্রশ্ন করা হলে রাগে ফেটে পড়েন অভিষেক। অভিনেতা বলেছিলেন, “আমি স্বামী হিসাবে বলছি না। আমি এক জন সহ-অভিনেতা হিসাবে কথাটা বলছি। ঐশ্বর্যা সবচেয়ে সাহসী কিছু চরিত্রে অভিনয় করেছে।”

শুধু সৌন্দর্যের জন্য পরিচিত হলে, ‘প্রোভোকড’, ‘চোখের বালি’, ‘রেনকোট’, ‘গুরু’ করতেন না, মত অভিষেকের। তাঁর আরও দাবি, এই ছবিগুলিতে মানুষ ঐশ্বর্যার অভিনয়টাই মনে রেখেছেন। সৌন্দর্য নয়।

Advertisement

অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসর থেকে জল্পনা ছড়ায় বচ্চন দম্পতির সম্পর্কে ফাটল ধরেছে। বিয়ের আসরে একসঙ্গে প্রবেশ করেননি তাঁরা। মেয়ে আরাধ্যাকে নিয়ে একা এসেছিলেন ঐশ্বর্যা। অন্য দিকে অভিষেকের সঙ্গে ছিলেন অভিতাভ বচ্চন, জয়া বচ্চন, শ্বেতা বচ্চন, অগস্ত্য নন্দা, শ্বেতা বচ্চন। যদিও, পরে বিয়ের অন্দরমহলে একসঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল ঐশ্বর্যা ও অভিষেককে।

বিচ্ছেদ জল্পনা নিয়ে অভিষেক সংবাদমাধ্যমকে বলেছিলেন, “আমার আর এটা নিয়ে কিছু বলার নেই। বুঝতে পারছি, আপনারা এটা কেন করেন। আপনাদেরও খবরের দরকার। আমরা সেলেব্রিটি। তাই আমাদের এগুলো মেনে নিতেই হবে। তবে আমরা এখনও বিবাহিতই আছি।”

তবে, এরই মধ্যে আর এক দফ খবর ছড়িয়েছে, ফের একসঙ্গে কাজ করবেন ঐশ্বর্যা ও অভিষেক। মণি রত্নমের ছবিতে নাকি জুটি বাঁধতে পারেন বচ্চন দম্পতি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement