ভুয়ো পোস্ট ছড়ানো হচ্ছে ঊষসী চক্রবর্তীর নামে। ছবি: সংগৃহীত।
আরজি কর-কাণ্ড নিয়ে প্রথম থেকেই সরব ঊষসী চক্রবর্তী। জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চেও পৌঁছে গিয়েছিলেন তিনি। এ বার সেই সংক্রান্ত একটি ভুয়ো পোস্টে নাম জড়িয়ে গেল অভিনেত্রীর। বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে মুখ খুলেছেন তিনি। ঊষসী জানিয়েছেন, তাঁর নাম ব্যবহার করে একটি পোস্ট ছড়িয়ে দেওয়া হয়েছে নেটপাড়ায়। তাঁর দাবি, তিনি এই বিষয়ে কিছুই জানতেন না।
কোন পোস্ট ঘিরে বিতর্ক? ১৫ জন জুনিয়র চিকিৎসকের ছবি ও নাম রয়েছে সেই পোস্টে। দাবি করা হয়েছে, “আরজি কর মেডিক্যাল কলেজের সন্দীপ ঘোষের বাহিনী। টাকা দিয়ে মেডেল পাওয়া চিকিৎসক।” এই পোস্টের মূল উৎস নাকি ঊষসী চক্রবর্তী। তাঁর প্রোফাইল থেকেই নাকি এই পোস্ট ছড়িয়েছে সমাজমাধ্যমে। বিষয়টি চোখে পড়ে অভিনেত্রীর।
আনন্দবাজার অনলাইনকে ঊষসী জানান, “গোটা পোস্টের তলায় লেখা ঊষসী চক্রবর্তীর থেকে এই পোস্ট সংগৃহীত। ঝড়ের গতিতে শেয়ার হচ্ছে এটা। আমার সঙ্গে বহু মানুষ যোগাযোগ করছে। আমাকে তাঁরা প্রশ্ন করছেন। আমার নাম দেখে সকলে ভাবছেন আমি করেছি এই পোস্ট। হতেই পারে, পোস্টের বিষয়বস্তু সত্যিই। কিন্তু এই পোস্ট কতটা বৈধ, তা তো আমি জানি না। এ-ও হতে পারে, অন্য কোনও ঊষসী চক্রবর্তী এই পোস্ট করেছেন। কিন্তু মানুষ আমাকেই চেনে। তাঁরা আমাকে প্রশ্ন করছেন।”
ঊষসীর পোস্ট। ছবি: ফেসবুক।
ঊষসী যোগ করেন, “যাচাই না করে আমি কোনও তথ্য ভাগ করি না সমাজমাধ্যমে। আমার নাম জড়িয়ে যাচ্ছে। কেউ আমার নামে মানহানির মামলা করতেই পারে। আমার নাম ব্যবহার করার পিছনে তো সৎ উদ্দেশ্য নেই। যে পোস্ট করেছে, সে নিজের নামই দিতে পারত। অথবা কোনও নামই না দিতে পারত। পোস্টদাতা আমার বন্ধু তো নয়ই। আরজি করের নির্যাতিতারও বন্ধু নয়।”
নাম জড়ানোয় বিরক্তি প্রকাশ করে ঊষসী বলেন, “ভবিষ্যতে আবার এমন ঘটলে আমি আইনি পদক্ষেপ করতে বাধ্য হব। তবে আমার কোনও ধারণা নেই কোন উদ্দেশ্য নিয়ে কারা এই পোস্ট করল।”