Vikrant Massey

এক সময়ে বিরোধিতা করলেও বর্তমানে পদ্মশিবিরের সমর্থক? কী জানালেন বিক্রান্ত মাসে?

‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবির অভিনেতার বর্তমান মতামত শুনে নেটাগরিকের অনুমান, এ বার কি খানিক দক্ষিণপন্থী মনোভাবের সমর্থক হয়ে উঠছেন বিক্রান্ত?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৭:৩৪
Share:
Vikrant Massey told that his views on political parties have changed over the years

গত কয়েক বছরে বদল এসেছে বিক্রান্ত মাসের ভাবনাচিন্তায়। ছবি: সংগৃহীত।

বরাবরই স্পষ্ট মতপ্রকাশ করেন বিক্রান্ত মাসে। যে কোনও ধরনের চাপিয়ে দেওয়া রাজনীতির বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেতা। বেশ কয়েক বার বিজেপি শিবিরের সমালোচনাও করেছেন প্রকাশ্যে। কিন্তু বর্তমানে নাকি তাঁর মতামত ও ভাবনাচিন্তায় বদল এসেছে। ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবির অভিনেতার বর্তমান মতামত শুনে নেটাগরিকের অনুমান, এ বার কি খানিক দক্ষিণপন্থী মনোভাবের সমর্থক হয়ে উঠছেন বিক্রান্ত?

Advertisement

নতুন এক সাক্ষাৎকারে বিক্রান্ত জানান, গত কয়েক বছরে তাঁর মধ্যে নানা বিবর্তন এসেছে। বেশ কিছু বিষয়ে নিজের মতামত বদলেছেনও। দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে আলাপ-আলোচনা করে এই পরিবর্তন এসেছে বলে দাবি বিক্রান্তের।

অভিনেতা বলেছেন, “মানুষ বদলায়। দশ বছর আগে আমি যেমন ছিলাম, আজ আর তেমন নেই। আশা করছি আজ থেকে দশ বছর পরেও আমার মধ্যে পরিবর্তন আসবে। গত কয়েক বছরে বিভিন্ন বিষয়ে আমার দৃষ্টিভঙ্গিতে বদল এসেছে। কিন্তু আমি এখনও উদারপন্থী মানুষই আছি।”

Advertisement

বিক্রান্ত আরও বলেন, “কাজের সূত্রে দেশের নানা ধরনের মানুষের সঙ্গে মেলামেশার সৌভাগ্য হয়েছে। হাজার হাজার মানুষের সঙ্গে দেখা হয়েছে। নিজেরও চোখ-কান রয়েছে। অতীতে কিছু বিষয়কে ভুল ভাবতাম। কিন্তু আজ ভাবি মোটেই সেগুলি ভুল ছিল না। উত্তরপ্রদেশ, বিহারের কম বাজেটের ছবিতে কাজ করেছি। গ্রাম্য এলাকায় শুটিং করেছি। আমি নিজের চোখে অনেক কিছু দেখেছি। যতটা খারাপ ভাবতাম, তা কিন্তু নয়। নিজেকেও কিছুটা শান্ত করে সমস্ত দৃষ্টিকোণ থেকে একটা বিষয় দেখা উচিত। কারও দ্বারা প্রভাবিত হয়ে কিছু দেখা উচিত নয়।”

আগামী ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে বিক্রান্তের ছবি ‘দ্য সবরমতী রিপোর্ট’। ছবিতে বিক্রান্ত ছাড়াও রয়েছেন ঋধি ডোগরা ও রাশি খন্না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement