পুলিশ বলছে, তিনি ফেরার। মুখপাত্র বলছেন, আত্মসমর্পণ করেছেন তিনি। ফলে মঙ্গলবার রাত পর্যন্ত স্পষ্ট নয়, আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে ঠিক কোথায় আছেন অভিনেত্রী রাখি সবন্ত।
মহর্ষি বাল্মীকি সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগে মামলা দায়ের হয়েছিল রাখির বিরুদ্ধে। তাঁকে তলব করেছিল লুধিয়ানার একটি আদালত। রাখি হাজিরা না দেওয়ায় গত ৯ মার্চ তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সেই পরোয়ানা নিয়েই মু্ম্বই গিয়েছিল লুধিয়ানা পুলিশের একটি দল।
আজ বিকেলে রটে যায়, গ্রেফতার হয়েছেন রাখি। ঘণ্টা তিনেকের মধ্যেই লুধিয়ানার পুলিশ কমিশনার কুঁয়ার বিজয়প্রতাপ সিংহ বলেন, ‘‘রাখির নামে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। কিন্তু তাঁর গ্রেফতারির ব্যাপারে নিশ্চিত খবর নেই।’’ ডিসিপি দরুমন নিম্বলে বলেন, রাখিকে গ্রেফতার করা যায়নি। এক মহিলা হেড কনস্টেবলের নেতৃত্বাধীন ওই দলটি খালি হাতেই পঞ্জাব ফিরে আসছে। সূত্রের বক্তব্য, অন্ধেরীর যে ঠিকানায় রাখিকে ধরতে গিয়েছিল পুলিশ, সেখানে এখন আর থাকেন না তিনি। ডিসিপি-র বক্তব্য, আদালতকে সমস্ত ঘটনা জানিয়ে পরবর্তী নির্দেশের অপেক্ষা করবেন তাঁরা।
আরও পড়ুন: বাল্মীকিকে নিয়ে অশালীন মন্তব্যের জেরে রাখির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা