আবির-কোয়েল। ছবি: দীপঙ্কর মজুমদার
দৃশ্যটা ফ্ল্যাশব্যাকের। পারফর্ম করতে গিয়ে আবির চট্টোপাধ্যায়ের অবচেতনে ছিল, ‘তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত’ গানটা! ঝলমলে পোশাকে নাচ করতে দেখা যায় না আবিরকে! কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘ছায়া ও ছবি’ সিনেমার মধ্যে সিনেমার গল্প। যেখানে আবির নায়কের চরিত্রে। বিপরীতে কোয়েল। ছবিতে ফ্ল্যাশব্যাকে একটি ইভেন্টে আবির-কোয়েলের নাচের দৃশ্যের উল্লেখ আসবে। আপনি যে সব চরিত্র করেন তার তুলনায় এটা একটু আলাদা? ‘‘সেই জন্যই তো রাজি হলাম। একদম বাণিজ্যিক ছবির নায়কের মতো একটা চরিত্র করছি,’’ বললেন আবির। কিন্তু তাঁর তো নাচ-গানের অভিজ্ঞতা কম। হাসতে হাসতে বললেন, ‘‘দৃশ্যটা করার সময় ‘মস্ত মস্ত’ গানটা মনে মনে আওড়াচ্ছিলাম! ‘প্রেম বাই চান্স’এ নাচ ছিল। সেখানেও কোয়েল ছিল। কোয়েল ছাড়া এই সব সিনে আর কারও উপর ভরসা করতে পারি না!’’ তবে কোয়েল কিন্তু অন্য কথা বললেন, ‘‘আবির মোটেই খারাপ নাচেনি। এটা ওর মডেস্টি। নাচের তো একটা শরীরীভাষা থাকে। যেটা আবিরের মধ্যে খুব ভাল ভাবেই ছিল। ওর সঙ্গে তাল মেলাতে আমার অসুবিধে হয়নি।’’ এখানে আবিরকে ক্লিন সেভন লুকে দেখা গেলেও ছবিতে তাঁর দাড়ি রয়েছে। কোয়েল জানালেন, সিকোয়েন্সটা ছিল লাতিন ডান্সের। ‘‘খুব ইন্টারেস্টিং একটা সিকোয়েন্স। আমাকেও বেশ অন্য রকম দেখতে লেগেছে,’’ বললেন কোয়েল।