Abhishek Bachchan-Aishwarya Rai Bachchan

‘বৌয়ের কথা শুনে চলাই ভাল!’ বিচ্ছেদ-গুঞ্জনের মধ্যেই কেন এ কথা বললেন অভিষেক?

শোনা গিয়েছে অভিষেক-ঐশ্বর্যাকে নাকি দেখা যাবে মণি রত্নমের পরবর্তী ছবিতে। রবিবার সকালেই একটি ভিডিয়ো ভাইরাল হয়, যা থেকে বোঝা যায় জুটিতে একই সঙ্গে মেয়ে আরাধ্যার ১৩ বছরের জন্মদিন পালনও করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৮
Share:

অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাইয়ের সম্পর্ক নিয়ে গত কয়েক মাস ধরেই চলছে চুলচেরা বিশ্লেষণ। ছবি: সংগৃহীত।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিষেক বচ্চন। সেখানেই তাঁর দিকে ছুটে এল প্রশ্ন, আর উত্তর দিতে গিয়ে জুনিয়র বচ্চন বলে বসলেন, “বৌয়ের কথা শুনেই সব কাজ করবেন।”

Advertisement

ছোট্ট একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। আর তার পরই নেটাগরিকেরা তুলছেন প্রশ্ন, অভিষেক কেন এমন কথা বলতে গেলেন হঠাৎ! ভারতের অন্যতম চর্চিত বচ্চন পরিবারের বধূ হয়েছিলেন ভারতের প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই। সেটা ২০০৭ সালের কথা। প্রায় ১৭ বছর অভিষেক-ঐশ্বর্যার দাম্পত্য নাকি ভাঙনের মুখে, এমন আলোচনায় মুখরিত গোটা দেশ। তাঁরা একত্রে আর থাকেন না, এমনকি অম্বানী পরিবারের বিবাহ উৎসবেও তাঁরা আলাদা গিয়েছিলেন। কিন্তু বিচ্ছেদের বিষয়ে সরাসরি মুখ খোলেননি কোনও তরফই। এরই মধ্যে শোনা গিয়েছে অভিষেক-ঐশ্বর্যাকে নাকি দেখা যাবে মণি রত্নমের পরবর্তী ছবিতে। রবিবার সকালেই একটি ভিডিয়ো ভাইরাল হয়, যা থেকে বোঝা যায় জুটিতে একই সঙ্গে মেয়ে আরাধ্যার ১৩ বছরের জন্মদিন পালনও করেছেন। সে রাতেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন অভিষেক।

সেই অনুষ্ঠানের সঞ্চালক অভিষেককে জিজ্ঞেস করেন, “আপনি কী করে এত ভাল অভিনয় করেন যাতে সমালোচকেরা মুখ খোলার সুযোগই পান না?” উত্তরে অভিষেক বলেন, “এটা খুবই সহজ বিষয়। আমাদের কিছু করারই থাকে না। পরিচালক যা বলেন আমরা তা-ই করে থাকি। চুপচাপ কাজ করে বাড়ি চলে যাই।” এর পরই সঞ্চালক মজা করে তুলে আনেন তাঁর স্ত্রীর প্রসঙ্গ। জিজ্ঞাসা করেন, এই একই পরিস্থিতি কি স্ত্রীর সঙ্গেও তৈরি হয়? উত্তরে অভিষেক বলেন, “হ্যাঁ, সমস্ত বিবাহিত পুরুষেরই এই অভিজ্ঞতা হয়।” সঞ্চালকের উদ্দেশে বলেন, “তোমার স্ত্রী যা বলেন, তা-ই করো।”

Advertisement

স্ত্রীর প্রসঙ্গে ওঠার পরই অভিষেকের মুখের হাসি মিলিয়ে গিয়েছে বলে দাবি নেটাগরিকদের। তাঁরা মনে করছেন, অপ্রত্যাশিত কোনও প্রশ্ন তাঁকে বিব্রত করতে পারে ভেবেই খানিকটা অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন অভিষেক। ভাইরাল হওয়া ভিডিয়োয় এক দেখা যাচ্ছে, স্ত্রীর প্রসঙ্গ ওঠায় অস্বস্তিতে প়ড়লেন অভিষেক।” তবে অস্বস্তি নতুন নয়। অভিষেক বরাবর ঐশ্বর্যা সম্পর্কে কথা বলতে চান না। বহু বছর আগেও এক অনুরাগী প্রশ্ন করেছিলেন তিনি ঐশ্বর্যার সঙ্গে বেড়াতে যান কিনা। প্রসঙ্গই বদলে ফেলেন অভিষেক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement