Abhishek Bachchan

Abhishek Bachchan: কাজে ঠাসা জন্মদিন, নতুন ছবির ঘোষণা করে অভিষেক বললেন সেরা উপহার

মুম্বই থেকে মহাবালেশ্বরে গিয়েছেন অমিতাভ-পুত্র। ৪৫তম জন্মদিনেই শুরু হল তাঁর নতুন ছবির শ্যুটিং।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২২ ১৪:২৯
Share:

দিনভর কাজ করেই কাটবে অভিষেকের জন্মদিন

এ বছর জন্মদিনে কী করছেন অভিষেক বচ্চন? মুম্বই থেকে মহাবালেশ্বরে গিয়েছেন অমিতাভ-পুত্র। বেড়াতে নয়, কাজে। ৪৫তম জন্মদিনেই শুরু হল তাঁর নতুন ছবির শ্যুটিং। সেট থেকে ছবি দিয়ে নিজেই তা ঘোষণা করলেন জুনিয়র বচ্চন।

আর বাল্কি-র নতুন ছবি ‘ঘুমর’-এ কাজ করছেন অভিষেক। শনিবার, জন্মদিনে নিজের ইনস্টাগ্রামে সেই ছবি দিয়ে বড় পর্দার ‘বব বিশ্বাস’ লিখেছেন, ‘এর চেয়ে ভাল উপহার আর হতেই পারে না! কাজে ব্যস্ত থাকাই জন্মদিন কাটানোর সেরা উপায়’। অভিনেতার পোস্টে তার পরেই অনুরাগীদের শুভেচ্ছার ঢল।

Advertisement

ইনস্টাগ্রামেই ছেলেকে স্নেহাশিস জানিয়েছেন পাপা বচ্চনও। জন্মদিনের পাশাপাশি অভিষেকের নতুন ছবির জন্য আশীর্বাদ ও শুভেচ্ছা অমিতাভের লেখায়। শুভেচ্ছা এসেছে পরিবারের বাকিদের থেকেও। অভিষেকের আনন্দের দিনে তাঁর পাশে এক ঝাঁক তারকা বন্ধুও। বিপাশা বসু, এষা দেওল, আয়েষা শ্রফেরা ইনস্টাগ্রামেই শুভকামনা জানিয়েছেন অভিনেতাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement