Abhishek Bachchan-Aishwarya Rai Bachchan

দুবাইয়ে কোটি কোটি টাকার সম্পত্তি ঐশ্বর্যা-অভিষেকের, কী ভাবে বিলাসবহুল বাড়ি সাজান দম্পতি

২০১৫ সালে দুবাইয়ে এই বাড়ি কিনেছিলেন ঐশ্বর্যা ও অভিষেক। দুবাইয়ের জুমেইরা গল্‌ফ এস্টেটে এই বিলাসবহুল বাড়ি রয়েছে তারকা দম্পতির।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৩:১৯
Share:

দুবাইতে কোটি কোটি টাকার সম্পত্তি ঐশ্বর্যা-অভিষেকের। ছবি: সংগৃহীত।

ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যে ফাটল। বিচ্ছেদের পথে হাঁটছেন তাঁরা, গত কয়েক দিন ধরে এই জল্পনা বলিউডে। পরোক্ষ ভাবে বিচ্ছেদের নানা ইঙ্গিত প্রকাশ্যে এলেও, এখনও এই গুঞ্জন নিয়ে নীরব তারকা দম্পতি। প্রায় ১৭ বছরের দাম্পত্য ঐশ্বর্যা-অভিষেকের। একসঙ্গে সংসার গুছিয়ে রেখেছিলেন তাঁরা। দুবাইয়েও স্বপ্নের মতো সাজিয়েছিলেন নিজেদের বাড়ি।

Advertisement

২০১৫ সালে দুবাইয়ে এই বাড়ি কিনেছিলেন ঐশ্বর্যা ও অভিষেক। দুবাইয়ের জুমেইরা গল্‌ফ এস্টেটে তারকা দম্পতির বিলাসবহুল বাড়ি রয়েছে। এই বাড়ির দামও আকাশছোঁয়া। এক ঘনিষ্ঠ সূত্রের মতে, এই বাড়ির দাম ১৬ কোটি টাকা। বাড়িতে রয়েছে উন্নত মানের সুইমিং পুল। রান্নাঘরও তৈরি উন্নত মানের প্রযুক্তি দিয়ে। তবে বাড়ির সবচেয়ে আকর্ষণীয় স্থান হল হোম থিয়েটার। দুবাইয়ের এই একই এলাকায় বাড়ি রয়েছে শাহরুখ খান, শিল্পা শেট্টি, অনন্ত অম্বানীদেরও। প্রায় পাশাপাশি অবস্থিত এই বাংলোগুলি। যার ফলে প্রত্যেকের সম্মিলিত একটি গল্‌ফ খেলার মাঠ ও বাগান রয়েছে।

বাড়ি ও জমি কেনাই বিনিয়োগের অন্যতম মাধ্যম বলে মনে করেন ঐশ্বর্যা ও অভিষেক। তাই শুধু দুবাইতে নয়, মুম্বইয়েও বিলাসবহুল আবাসনের অধিকারী বচ্চন দম্পতি। ‘জলসা’র পাশাপাশি এই বাড়িতেও সংসার গুছিয়ে নিয়েছিলেন তাঁরা।

Advertisement

তবে সম্পত্তির দিক থেকে অভিষেকের থেকে এগিয়ে ঐশ্বর্যা। ঐশ্বর্যার মোট সম্পত্তির পরিমাণ ৭৭৬ কোটি। অন্য দিকে অভিষেক ২৮০ কোটি টাকার সম্পত্তির অধিকারী।

‘গুরু’ ছবির শুটিংয়ের সময় থেকে শুরু অভিষেক ও ঐশ্বর্যার প্রেম। ২০০৭ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা। ২০১১ সালে ঐশ্বর্যা ও অভিষেকের কোলে আসে কন্যাসন্তান আরাধ্যা। চলতি বছরেই শুরু হয় ঐশ্বর্যা ও অভিষেকের বিচ্ছেদের জল্পনা। অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে আলাদা ভাবে প্রবেশ করেছিলেন দু’জনে। তার পরে একাধিক অনুষ্ঠানে শুধু মেয়ে আরাধ্যার সঙ্গেই দেখা যায় প্রাক্তন বিশ্বসুন্দরীকে। কিছু দিন আগে ঐশ্বর্যার জন্মদিনেও শুভেচ্ছা জানাননি বচ্চন পরিবারের কেউই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement