Abhijeet Bhattacharya

শাহরুখের সঙ্গে ‘স্বামী-স্ত্রী’র সম্পর্ক, কিন্তু সলমন ‘অসভ্য’ ‘মদ্যপ’! কেন বললেন অভিজিৎ?

এ বার শাহরুখের পক্ষ নিলেন, কিন্তু চটলেন সলমনের উপর। ভাইজান নাকি ‘মদ্যপ, অসভ্য’, তাঁর নামও মুখে আনতে চান না অভিজিৎ! কোন কারণে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৫:৩১
Share:

(বাঁ দিক থেকে) শাহরুখ খান, সলমন খান, অভিজিৎ ভট্টাচার্য। ছবি: সংগৃহীত।

এক সময় বলিউডে শাহরুখের কণ্ঠে পর পর গান গেয়েছিলেন এই বাঙালি গায়ক। ‘উয়ো লড়কি জো সবসে অলগ হ্যায়’, ‘চাঁদ তারে’, ‘তৌবা তুমহারে হ্যায় ইশারে’, ‘বাদশাহ, ও বাদশাহ’-র মতো সফল গান রয়েছে শাহরুখ-অভিজিৎ জুটির তালিকায়। কিন্তু আচমকাই যেন চিড় ধরল সেই সম্পর্কে। দীর্ঘ দিন শাহরুখের জন্য আর প্লেব্যাক করেননি অভিজিৎ। শাহরুখের প্রতি নাকি অভিমান ছিল অভিজিতের। তিনি জানিয়েছিলেন, চা পরিবেশকদেরও গুরুত্ব দেওয়া হত, কিন্তু গায়ককে ন্যূনতম স্বীকৃতি দেওয়া হত না। শাহরুখ নাকি আর আগের মতো নেই, সেই আক্ষেপ শোনা গিয়েছিল অভিজিতের কণ্ঠে। এ বার শাহরুখের পক্ষ নিলেন, কিন্তু চটলেন সলমনের উপর। ভাইজান নাকি ‘মদ্যপ, অসভ্য’! তাঁর নামও মুখে আনতে চান না অভিজিৎ। কোন কারণে?

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিজিৎকে প্রশ্ন করা হয় শাহরুখ ও সলমন প্রসঙ্গে। অভিজিৎ স্পষ্ট জানান, শাহরুখের সঙ্গে তাঁর ব্যক্তিগত স্তরে কোনও মনোমালিন্য নেই। সমস্যার সবটাই কাজকে কেন্দ্র করে। তবে সেটা তিনি মিটিয়ে নিতেও রাজি। অভিজিতের কথায়, “আমি আর শাহরুখ হলাম স্বামী-স্ত্রীর মতো।” অভিজিৎ যেমন প্রথম দিকে শাহরুখের জন্য গান গেয়েছেন, তেমনই সলমনের জন্যও গেয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল ‘চুনরি চুনরি’, ‘চোরি চোরি সপনো মে’-এর মতো গান রয়েছে। তবু সলমন প্রসঙ্গ উঠতেই অভিব্যক্তি বদলে যায় তাঁর অভিজিৎ বলেন, “আমাকে ওঁর প্রসঙ্গে কিছু জিজ্ঞেস করবেন না। আমি এমন জায়গায় পৌঁছতে পারিনি যেখানে ওঁকে নিয়ে কথা বলতে পারব।” অতীতে বিভিন্ন সময়ে সলমনের নাম করে বা উহ্য রেখে নানা কটাক্ষ করেছেন অভিজিৎ। কখনও তাঁকে ‘মদ্যপ’, ‘অসভ্য’ বলেছেন, আবার কখনও এ-ও বলেছেন, “রাস্তায় শুয়ে থাকলে এক মদ্যপ এসে গায়ের উপর গাড়ি চাপা দিয়ে দেবে।” ফুটপাথবাসীদের গাড়ি চাপা দেওয়ার অভিযোগ ছিল সলমনের বিরুদ্ধে।

দীর্ঘ দিন পর শাহরুখের সঙ্গে মিটমাট করতে রাজি হলেও সলমনকে নিয়ে যেন এখনও অবস্থান একই রয়েছে অভিজিতের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement