Aamir Khan Son

মিশুকে নন, লাজুক, প্রথম ছবি ব্যর্থ, নিজেকে ‘অপদার্থ’ তকমা আমির-পুত্র জুনেইদের!

স্বভাবের দিক থেকে চুপচাপ, লাজুক। এতটাই তিনি লজ্জা পান যে, বোন আইরা খানের বিয়েতে পুরো সময়টাই বাইরে বসে কাটিয়েছেন। নিজেকে দিলেন ‘অপদার্থ’ তকমা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৭:১৫
Share:

নিজেকে নিয়ে কী বললেন আমির-পুত্র জুনেইদ? ছবি: সংগৃহীত।

গত বছর বড় পর্দায় অভিষেক হয় আমির খানের বড় ছেলে জুনেইদ খানের। ছবির নাম ‘মহারাজ’। যদিও বক্স অফিসে ব্যর্থ হয় সেই ছবি। এমনিতেই জুনেইদের আড়ম্বরহীন জীবনযাপন বরাবরই প্রশংসিত নেটমহলে। স্বভাবের দিক থেকে চুপচাপ, লাজুক। এতটাই তিনি লজ্জা পান যে, বোন আইরা খানের বিয়েতে পুরো সময়টাই বাইরে বসে কাটিয়েছেন। নিজেকে দিলেন ‘অপদার্থ’ তকমা।

Advertisement

বোন আইরা খানের বিয়েতে নাকি কোনও দায়িত্ব নেননি জুনেইদ। বাবা আমির নাকি ছেলেকে ভরসা করে উঠতে পারেন না। এমনকি আইরাও দাদাকে ভরসা করে না। শুধু বিয়ের সময় ও তারিখ জানিয়ে দেওয়া হয়েছিল। সেই মতো চলে গিয়েছিলেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জুনেইদ বলেন, ‘‘আমার আসলে বেশি পার্টি করা, উচ্চাঙ্গ সঙ্গীত এ সব পছন্দ নয়। আর বিয়ে মানেই এ সব। তাই বোনের বিয়েতে বেশির ভাগ সময় বাইরে বাইরে ছিলাম। আমার মতো সমমনস্ক কিছু লোকেদের সঙ্গে আড্ডা দিতাম। আসলে বোন আইরারও আমার উপর আস্থা নেই। কোনও দায়িত্ব দেওয়া হলে সেটা পূরণ করব কি না!’’

মেয়ের বিয়েতে এলাহি আয়োজন করেছিলেন আমির। প্রায় এক সপ্তাহ ধরে চলেছিল অনুষ্ঠান। যদিও ছেলের বিয়েতে সে সবের ইচ্ছে নেই। জুনেইদকে বলে দিয়েছেন,‘‘এত আয়োজন নয়, নিজে বিয়ে করে চলে আসবে।’’ জুনেইদের কথায়, ‘‘আমার নিজের মনে হয় আমি অপদার্থ। তাই কেউ তেমন ভরসা করে উঠতে পারে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement