Ira Khan Reception

আমির-কন্যা ইরার মুম্বইয়ের রিসেপশনে নিমন্ত্রিত ২৫০০, বিয়ের ভোজে রয়েছে কোন চমক?

১৩ জানুয়ারি মুম্বইতে আমিরের একমাত্র কন্যার রিসেপশনের অনুষ্ঠান। এলাহি আয়োজন করেছেন অভিনেতা। কী কী হচ্ছে ইরার বৌভাতের অনুষ্ঠানে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪ ১৭:৪৮
Share:

(বাঁ দিক থেকে) নূপুর শিখর, আমির খান, ইরা খান। ছবি: সংগৃহীত।

দীর্ঘ দিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে ১০ জানুয়ারি অনেকটা সাহেবি কায়দায় বিয়ে সারলেন ইরা খান। যদিও ৩ জানুয়ারি মুম্বইয়ের এক হোটেলে আইনি বিয়ে সারেন তাঁরা। তার পর সপরিবারে যান উদয়পুরে। সেখানেই ৮-১০ তারিখ পর্যন্ত চলে বিয়ের নানা অনুষ্ঠান। শেষ দিনে ইরার পরনে ছিল সাদা গাউন এবং নূপুর পরেছিলেন স্যুট। সাহেবি কায়দায় বিয়ে সারেন তাঁরা। ১৩ জানুয়ারি মুম্বইতে আমিরের একমাত্র কন্যার রিসেপশনের অনুষ্ঠান। এলাহি আয়োজন করেছেন অভিনেতা। কী কী হচ্ছে ইরার রিসেপশনের অনুষ্ঠানে?

Advertisement

উদয়পুরের বিয়েতেই শেষ নয়, এর পর মুম্বইতে রয়েছে রিসেপশন পার্টি। কিন্তু তাঁর আগে চূড়ান্ত ব্যস্ততার ফাঁকে দিল্লি গিয়েছিলেন আমির। সেখানে গিয়ে দেশের তাবড় সব রাজনীতিবিদদের নিমন্ত্রণ করে এসেছেন। এমনকি, বলিউড তারকাদের নিজে গিয়ে নিমন্ত্রণ সেরেছেন আমির। রিসেপশনে নিমন্ত্রিতদের তালিকায় রয়েছেন সলমন খান থেকে শাহরুখ খান, অক্ষয় কুমার, প্রসূন যোশী, রাজকুমার হিরানি, অনুষ্কা শর্মা-সহ খ্যাতনামী সব তারকা। আমির-কন্যা ইরার মুম্বইয়ের রিসেপশনে প্রায় ২৫০০ অতিথি নিমন্ত্রিত। এত হাজার অতিথি নিমন্ত্রিত সেই কারণে ভেন্যু দিয়েছে অম্বানী পরিবার। থাকছে রকমারি খাবার। তবে ইরার রিসেপশনের অনুষ্ঠানে বিদেশি খাবার নয়, বরং রয়েছে ভারতের নয় রাজ্যের নানা ধরনের পদ। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পঞ্জাবের খানা তো রয়েছেই। তবে শোনা যাচ্ছে, থাকছে গুজরাতি খানাপিনার আধিক্য। এ ছাড়াও রয়েছে গানের আয়োজন। এমনিতেই আগে থেকে নূপুর-ইরা জানিয়েছিলেন তাঁদের বিয়েতে উপহার নয়, আশীর্বাদ কাম্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement