Viswanathan Anand

বিশ্বনাথন আনন্দকে নিয়ে ছবি, কেন্দ্র চরিত্রে কে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২১ ২০:৪২
Share:

বিশ্বনাথন আনন্দ।

ভারতের তারকা দাবাড়ু বিশ্বনাথন আনন্দের জীবন নিয়ে ছবিতে, তাঁর ভূমিকায় দেখা যেতে পারে আমির খানকে। গ্র্যান্ড মাস্টারকে নিয়ে ছবি হবে, তা ঘোষণা করা হয়েছিল গত বছরেই। পরিচালক আনন্দ এল রায় এবং মহাবীর জৈন যৌথ ভাবে করবেন এই ছবি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাজ।

মহাবীর জৈন বলেন, “এই নতুন ছবিটি নিয়ে আমরা খুবই আশাবাদী। এখনও চিত্রনাট্য নিয়ে কাজ চলছে, চরিত্রায়ন নিয়ে এত তাড়াতাড়ি কিছুই বলা যাবে না। কিন্তু ব্যক্তিগত ভাবে এই চরিত্রের জন্য আমার আমির খানকে পছন্দ। শেষ পর্যন্ত চরিত্রটি কে করবেন, সেটা অনেকগুলি বিষয়ের উপরে নির্ভর করবে।” ছবির নাম এখনও ঠিক হয়নি। জানা যাচ্ছে, আনন্দ এল রায় থাকবেন পরিচালনার দায়িত্বে।

এর আগেও আত্মজীবনীমূলক ছবিতে দেখা গিয়েছে আমিরকে। ২০১৬ সালে ‘দঙ্গল’ ছবিতে কুস্তিগীর মহাবীর সিংহ ফোগতের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ২০০৫ সালে ‘মঙ্গল পাণ্ডে: রাইজিং স্টার’ ছবিতেও নামভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement