ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ঘরের মধ্যে লাগানো রয়েছে বাতানুকূল যন্ত্র। খেলাধুলার জন্য আলাদা ভাবে তৈরি করা হয়েছে বাঁশের মাচা। সেই ঘরে থাকে দু’টি পান্ডাশাবক। নির্দিষ্ট সময়ে তাদের স্নান করাতে নিয়ে যান দুই তরুণী। কিন্তু স্নান করতে মোটেই ভাল লাগে না এক পান্ডাশাবকের। তাই তরুণীকে ঘরে ঢুকতে দেখেই পালাতে শুরু করল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণীকে দেখে পালিয়ে বেড়াচ্ছে একটি পান্ডাশাবক। কোনও মতেই তরুণীর কোলে যাবে না সে। শেষমেশ পান্ডাশাবককে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেলেন তরুণী। আসলে, ওই তরুণী স্নান করাতে চাইছেন পান্ডাশাবককে।
স্নান করতে মোটেই ভাল লাগে না পান্ডার। তাই তরুণীর হাতে ধরা দিতে চাইছে না সে। তরুণী তাকে নিতে এলে পান্ডাটি বাঁশের টুকরো আঁকড়ে বসে পড়ে। তবে তরুণীর গায়ের জোরের সঙ্গে পেরে ওঠে না সে। পান্ডাকে পাঁজাকোলা করে সিঁড়ি থেকে নেমে যান তরুণী। সিঁড়ি থেকে নেমে পান্ডাকে কোল থেকে নামাতেই শাবকটি আবার পালানোর চেষ্টা করল। কিন্তু দ্বিতীয় বারের চেষ্টাও সফল হল না পান্ডার। তরুণী আবার তাকে কোলে তুলে নিলেন। ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘পান্ডার ভয় পাওয়া দেখে আমার খুব হাসি পাচ্ছে। বেচারা পালানোর কতই না চেষ্টা করল!’’