Coronavirus Lockdown

ক্রিসমাসে নেই আমির খান

আমির চাইছেন না ছবিটা ক্রিসমাসে আনতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ মে ২০২০ ০৩:০৪
Share:

‘লাল সিং চড্ডা’তে আমির

ইদ রিলিজ় যদি সলমন খানের জন্য লাকি হয়, তা হলে আমির খানের আছে ক্রিসমাস। সেই মতোই আমিরের ছবি ‘লাল সিং চড্ডা’ আগামী শীতের ছুটিতে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির বিচারে তা অনিশ্চিত। ছবির ৬০ শতাংশ শুটিং নাকি এখনও বাকি। পোস্ট-প্রোডাকশনের কাজও বাকি। সেপ্টেম্বর পর্যন্ত মুম্বইয়ে কাজ বন্ধ। তার পরে যদি শুরুও হয়, তা-ও আমির চাইছেন না ছবিটা ক্রিসমাসে আনতে। একে তো তাঁকে তাড়াহুড়ো করে কাজ করতে হবে, যেটা মিস্টার পারফেকশনিস্টের অপছন্দ। তা ছাড়া ক্রিসমাসের সময়েও সিনেমা হলে স্বাভাবিক দর্শক সমাগম হবে কি না, তা নিয়ে ধন্দ রয়েছে। তাই ‘ফরেস্ট গাম্প’-এর এই হিন্দি অফিশিয়াল রিমেক ২০২১-এর এপ্রিলের রিলিজ় করার কথা ভাবা হচ্ছে। এ প্রসঙ্গে আমির নিজে অবশ্য কোনও মন্তব্য করেননি।

Advertisement

অন্য দিকে ছবির কাজ শেষ না হওয়ায় ‘ব্রহ্মাস্ত্র’ও ক্রিসমাসে আসছে না। ফলে শীতের ছুটিতে আর কোনও বড় ছবি জায়গা করে নেবে কি না, সেটাই দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement