Kangana Ranaut

নওয়াজ়ের বিষয়ে কঙ্গনা কেন নাক গলালেন? নতুন অভিসন্ধি খুঁজে পেলেন আলিয়া

স্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ‘বিগ বস্ ওটিটি ২’-এর মঞ্চে মুখ খুলেছিলেন আলিয়া। তাঁদের কলহের মাঝখানে ঢুকে কঙ্গনা যে মন্তব্য করেছিলেন, তা নিয়েও বিরক্তি প্রকাশ করেন নওয়াজ়ের প্রাক্তন স্ত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৩ ১৯:০২
Share:

(বাঁ দিকে) আলিয়া সিদ্দিকি। কঙ্গনা রানাউত (ডান দিকে)। ছবি—সংগৃহীত

শুধুমাত্র স্বামীর পরিচয়ে বেঁচে থাকতে আত্মসম্মানে বাধছিল তাঁর। নিজের আলাদা পরিচয় তৈরির চেষ্টায় ছিলেন আলিয়া সিদ্দিকি। প্রযোজক এবং অভিনেতা নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছেন শেষমেশ। তার পর প্রতিযোগী হয়ে এসেছিলেন ‘বিগ বস্ ওটিটি ২’-এ। সেখানে অবশ্য ১০ দিনের বেশি টিকে থাকতে পারেননি। তবু, স্বল্প সময়েই জানিয়ে গিয়েছেন মনের কথা।

Advertisement

স্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন আলিয়া। তাঁদের কলহের মাঝখানে অবাঞ্ছিত ভাবে ঢুকে কঙ্গনা রানাউত যে মন্তব্য করেছিলেন, তা নিয়েও বিরক্তি প্রকাশ করেন নওয়াজ়ের প্রাক্তন স্ত্রী। তাঁর বক্তব্য, কঙ্গনার কথায় পাত্তা দেওয়ার কিছু নেই।

‘বিগ বস্ ওটিটি ২’-এর মঞ্চে আলিয়া সাফ জানিয়েছিলেন, নওয়াজ়ের স্ত্রীর পরিচয়ে নিজেকে তিনি সীমাবদ্ধ রাখতে চান না।

Advertisement

আলিয়া-নওয়াজ় বিবাদে কঙ্গনা তাঁর বলিউড সতীর্থের পাশে দাঁড়িয়েছিলেন। আলিয়া এ প্রসঙ্গে বলেন, ‘‘কঙ্গনাকে আমি পাত্তা দিই না। ওকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। সব ব্যাপারেই ও নাক গলায়, সব কিছু নিয়েই কথা বলে। আমার তো মনে হয়, ওর কথার কোনও মানে নেই।’’

নওয়াজ়ের পাশে বিশেষ স্বার্থে দাঁড়াচ্ছেন কঙ্গনা, এমনটাই মনে করেন আলিয়া। তাঁর বক্তব্য, ‘‘আমার জীবনে কঙ্গনার কোনও গুরুত্ব নেই। কঙ্গনা ছাড়া আর কেউ তো কিছু বলছে না। কঙ্গনাকে বলতে হচ্ছে ‘টিকু ওয়েডস শেরু’ ছবির জন্য। নওয়াজ় অভিনীত এই ছবির প্রযোজক কঙ্গনা। ওকে তো ছবিটাকে বাঁচাতে হবে। ভুলভাল কথা বলার জন্যই ওকে সবাই চেনে। ’’

এর আগে আলিয়া সমাজমাধ্যমে পোস্ট করে দাবি করেছিলেন যে, নওয়াজ়ের বাড়িতে তাঁর হেনস্থা হয়েছে। নওয়াজ় এর পর জানিয়েছিলেন, তাঁকে খারাপ লোক বলে প্রতিপন্ন করার চেষ্টা চলছে। নওয়াজের পাশে দাঁড়িয়ে কঙ্গনা বলেছিলেন, ‘‘এটার দরকার ছিল। চুপ করে থাকলে সব সময় শান্তি পাওয়া যায় না। আমি খুশি যে আপনি মুখ খুলেছেন।’’

বেশ কয়েক মাস ধরেই আলিয়া-নওয়াজ়ের দাম্পত্য কলহ চলছে। নওয়াজ তাঁর এবং তাঁর দুই সন্তানের প্রতি কোনও দায়দায়িত্ব পালন করেন না বলে অভিযোগ করেছিলেন আলিয়া। জল গড়িয়েছিল আদালতে।

বিচারক বলেছিলেন সমঝোতা করতে, কিন্তু সম্পর্ক স্বাভাবিক হয়নি তাঁদের। ফেব্রুয়ারি মাসে প্রথম নওয়াজের সমর্থনে মুখ খোলেন কঙ্গনা। তিনি বলেছিলেন, ‘‘নওয়াজ়স্যরকে বাড়ির বাইরে হেনস্থা হতে হয়েছে। পরিবারের জন্য তিনি সর্বস্ব দিয়েছেন। অনেক বছর ধরে এক জায়গায় তিনি ভাড়া দিয়ে আলাদা থাকেন। রিকশা করে ‘টিকু ওয়েডস শেরু’-র শুটিংয়ে আসতেন নওয়াজ়। গত বছর যেই বাংলোটা কিনলেন, ওঁর স্ত্রী সেটার দাবি নিয়ে হাজির হয়ে গেলেন। খুবই দুর্ভাগ্যজনক!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement