Janhvi Kapoor

Janhvi Kapoor: শ্রীদেবীর হাত ধরে ছোট্ট জাহ্নবী, পুরনো ভিডিয়োয় স্মৃতিমেদুর নেটপাড়া

জাহ্নবী মাঝে মধ্যেই ইনস্টাগ্রামে তাঁর মায়ের সঙ্গে পুরনো ছবি পোস্ট করেন। গত মাসে মণীশ মলহোত্রের সঙ্গে শ্রীদেবীর একটি ছবি শেয়ার করেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২১ ১০:৩৭
Share:

শ্রীদেবী এবং জাহ্নবী

সম্প্রতি নেটমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পুরোনো ভিডিয়োতে অভিনেত্রী জাহ্নবী কপূরকে দেখা গিয়েছে তাঁর মা, প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর সঙ্গে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, শিশু জাহ্নবী হাসিমুখে তাঁর মায়ের হাত ধরে হেঁটে যাচ্ছে। বনি কপূর তাঁদের ছোট কন্যা খুশি কপূরের হাত ধরে রয়েছেন।

Advertisement

জাহ্নবী মাঝে মধ্যেই ইনস্টাগ্রামে তাঁর মায়ের সঙ্গে পুরনো ছবি পোস্ট করেন। গত মাসে ইনস্টাগ্রামে ডিজাইনার মণীশ মলহোত্রের সঙ্গে শ্রীদেবীর একটি পুরনো ছবি সকলের সঙ্গে ভাগ করে নেন জাহ্নবী। মাতৃ দিবসে একাধিক ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘মাই মাম্মা।’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘আমার মা’।

Advertisement

মায়ের কথা বলতে গিয়ে জুন মাসে জাহ্নবী একটি সর্বভারতীয় পত্রিকার সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর মা তাঁকে কখনও কারও উপর নির্ভর না করে নিজের পরিচয় তৈরি করার উপদেশ দিয়েছিলেন।

জাহ্নবীকে শেষ দেখা গিয়েছিল দীনেশ বিজন ও মৃঘদীপ সিংহ লাম্বা প্রযোজিত ‘রুহি’তে। ছবিতে জাহ্নবী ছাড়াও মুখ্য চরিত্রে অভিনয় করেন রাজকুমার রাও ও বরুণ শর্মা। আনন্দ এল রাইয়ের ‘গুড লাক জেরি’তে অভিনয় করবেন তিনি। মার্চ মাসে এই ছবির শ্যুট শেষ করেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement