Nusrat Jahan

#যশরত, গোপন হ্যাশট্যাগে অজমের দরগায় যশ-নুসরত

ভিডিয়োতে দেখা যাচ্ছে, যশকে পাশে নিয়ে নুসরত ছবি তুলছেন। যশের পরনে সাদা জ্যাকেট। মাথায় বেঁধেছেন গোলাপি রুমাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২১ ২২:১২
Share:

যশ -নুসরত।

সোশ্যাল মিডিয়ায় লুকিয়ে আছে নতুন এক হ্যাশট্যাগ। যার সন্ধান পেল একমাত্র আনন্দবাজার ডিজিটাল। সেই গোপন হ্যাশট্যাগের নাম হল ‘যশরত (#yashrat)। ইনস্টাগ্রামে এই পেজে যশ-নুসরতের শ্যুটিং থেকে শুরু করে নানা ক্যান্ডিড মুহূর্তের ছবি পোস্ট করা হয়েছে। কখনও কখনও পার্টির ছবিতে দেখা গিয়েছে যশ-মধুমিতাকে। কিন্তু পোস্টের বেশির ভাগ জুড়ে আছে #যশরত অর্থাৎ যশ-নুসরত।

সূত্রের খবর, রাজস্থানে ছুটি কাটাচ্ছেন যশ-নুসরত। তবে কারও ইনস্টাতেই দু’জনকে একসঙ্গে দেখা যায়নি। নুসরত ছবি পোস্ট করে চেক-ইন করেছেন রাজস্থান। যশ যদিও জায়গার নাম উল্লেখ করেননি। কিন্তু যশের ছবির পটভূমিকায় মরুভূমি। আসল ব্যাপারটা কী? খোঁজ নিল আনন্দবাজার ডিজিটাল। এই পেজের দুটি ভিডিয়ো বলছে, যশ-নুসরত একসঙ্গে অজমের দরগায় গিয়েছিলেন। একসঙ্গে সেলফিও তুলেছেন। নুসরতকে দেখা গিয়েছে সাদা কুর্তায়। তাঁর মাথায় ছিল বাঁধনির ওড়না।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, যশকে পাশে নিয়ে নুসরত ছবি তুলছেন। যশের পরনে সাদা জ্যাকেট। মাথায় বেঁধেছেন গোলাপি রুমাল। দু’জনের গলাতে দেখা যাচ্ছে লাল মালা। নুসরত জানিয়েছেন, তিনি প্রত্যেক বছরে এই দরগায় আসেন। অভিনেত্রীর কথায়, ‘বাবা’র আশীর্বাদে তাঁর জীবন চলছে।

Advertisement

A post shared by ❤️Ⓨⓐⓢⓡⓐⓣ❤️ (@yash_nusrat_fans)

শোনা যাচ্ছে, ‘এসওএস কলকাতা’র শ্যুটিং থেকেই প্রেম শুরু হয় তাঁদের। অতঃপর দু’জনে একসঙ্গে সময় কাটাতে শুরু করেন। মরুশহরে একসঙ্গে ছুটি কাটাতে যাওয়ার খবর রটলে সেই গুঞ্জন নিশ্চিত খবরে পরিণত হয়। যদিও এই বিষয়ে এখনও স্পিকটি নট নায়ক-নায়িকা।

Advertisement

A post shared by ❤️Ⓨⓐⓢⓡⓐⓣ❤️ (@yash_nusrat_fans)

আরও পড়ুন: ‘অ্যালকোহল এবং ড্রাগসের নেশায় কেরিয়ার শেষ করেছেন মাধবন’, ভক্তকে জবাব ফিরিয়ে দিলেন অভিনেতা
আরও পড়ুন: ঘনিষ্ঠ দৃশ্যের সময়ে সত্যিই গরম মোম ঢালা হল খোলা পিঠে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement