গানে-কবিতায় লোপামুদ্রা-শ্রীজাত-সুজয়প্রসাদের 'ঋতু' স্মরণ

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ জুন ২০২০ ১৬:৩৪
Share:

ঋতুপর্ণ ঘোষ।

আচমকাই চলে গিয়েছিলেন তিনি। শোকে পাথর হয়ে গিয়েছিল ইন্ডাস্ট্রি। দিনটা ৩০ মে। সাল ২০১৩। ঋতুপর্ণ ঘোষ না থাকার সাত বছর অতিক্রান্ত হয়েছে। এই সাত বছরে বদলেছে কত কিছুই। টলিউডে একঝাঁক নতুন প্রতিভা এসেছেন, কেউ হারিয়ে গিয়েছেন, কিন্তু তাঁর অভাব প্রতি মুহূর্তে অনুভব করেন সিনেপাড়া।

Advertisement

শনিবার ঋতুপর্ণ ঘোষের সপ্তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতিই শ্রদ্ধাজ্ঞাপন করলেন বাচিকশিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এবং জয় সরকার । ওই দিন ঋতুপর্ণ স্মরণে কবি শ্রীজাতর লেখা ‘৩০ কে’ কবিতা পাঠ করেন সুজয়প্রসাদ। পাশপাশি লোপামুদ্রার গলায় ‘বন্ধু রহ রহ সাথে’ যেন যোগ্য সঙ্গত। সঙ্গীতায়োজনে জয় সরকার।

শুনে নিন সেই অনুষ্ঠান

Advertisement

ইন্ডাস্ট্রি ভোলেনি তাঁকে। যেমন ভোলেননি লোপা-সুজয়প্রসাদেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement