A. R. Rahman

মেয়ের সঙ্গে

‘ফরিশতোঁ’ নামের সেই গান কম্পোজ় করার পরেই রহমান চেয়েছিলেন মেয়ের কণ্ঠে সেই গান রেকর্ড করতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২০ ০০:০১
Share:

রহমান।

এ আর রহমান হাত মেলালেন তাঁর ২৪ বছরের মেয়ে খাতিজা রহমানের সঙ্গে। ‘ফরিশতোঁ’ নামের সেই গান কম্পোজ় করার পরেই রহমান চেয়েছিলেন মেয়ের কণ্ঠে সেই গান রেকর্ড করতে। গানের রিহার্সাল ও রেকর্ডিং চলাকালীন বাবার সঙ্গে মতের অমিলও হয় মেয়ের, জানিয়েছেন খাতিজা নিজেই। তবে ‘ফরিশতোঁ’র প্রস্তুতি চলাকালীন বাবার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে পেরে খুশি মেয়ে। বলছেন, ‘‘ছোটবেলার বেশির ভাগ সময়েই বাবাকে ব্যস্ত দেখেছি। এই গানটা আমার কাছে সে অর্থেও একটা বড় প্রাপ্তি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement