bollywood

করিনা আর তৈমুরের বুট নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া

তৈমুরের সাজ পোশাক তৈরি করেছে ছোটদের জন্য নতুন স্টাইল স্টেটমেন্ট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ ১৭:৪৮
Share:

ছেলে তৈমুরের সঙ্গে করিনা কাপূর। ছবি: ইনস্টাগ্রাম।

জন্ম থেকেই তিনি ‘সুপারস্টার’।কখনও মা কখনও বাবার সঙ্গে দুনিয়া কাঁপাচ্ছেন।তৈমুর আলি খান পটৌডি।

Advertisement

নামের সঙ্গে রাজ্যপাট জড়িয়ে আছে। ছড়িয়ে আছে ইতিহাস।

সেই ঐতিহ্যকে মাথায় রেখে তৈমুর শুধুমাত্র তার উপস্থিতিতেই সকলের চোখের মণি।

Advertisement

তার সাজ পোশাক তৈরি করেছে ছোটদের জন্য নতুন স্টাইল স্টেটমেন্ট। হবে নাই বা কেন? মা করিনা কপূর নিজেই ফ্যাশননিস্তা। আর জন্ম থেকেই ছেলের পোশাক নিয়ে তিনি সজাগ।

এ বারের ‘ছোটে দিওয়ালি’-তে যেমন গোলাপি ফুল ছাপ পঞ্জাবি আর সাদা পাজামার সঙ্গে ‘ক্রক্স’-এর জুতো পরে সকলকে চমকে দিয়েছে সইফ পুত্র। পঞ্জাবির সঙ্গে ক্রক্সের জুতো এখন ছোটদের নতুন স্টাইল স্টেটমেন্ট!

I Love M❤M 💋 #airportdiaries #thanksforthepic ❤

A post shared by Kareena Kapoor Khan (@therealkareenakapoor) on

পাশ্চাত্য পোশাকেও তাক লাগাতে কিছু কম চমক থাকে না ছোটে নবাবের। মা করিনার সঙ্গে দিল্লি বিমানবন্দরে ঠিক মায়ের মতোই হাই কাউবয় বুট পরে মায়ের সঙ্গে যখন মেজাজে হাঁটছিলেন তৈমুর তখন করিনাকে ছেড়ে সব ক্যামেরা ছিল তার দিকে। মা আর ছেলের বুটের রঙ ছিল শুধু আলাদা! ছেলের পরনে ছিল সাদা টি শার্ট। তাতে লেখা ‘আই লাভ মাই মম’।

বাবার জন্মদিনে বাহারি টি শার্ট থেকে ফ্যাশন ডিজাইনার রাঘবেন্দ্র রাঠৌরের ডিজাইনার হাল্কা হলদে কুর্তার সঙ্গে খাদির জ্যাকেটে বার বার বিশ্বের ফ্যাশন ওয়ার্ল্ডকে অবাক করছে ছোট্ট তৈমুর।

ফ্যাশনের দুনিয়া এখন তার দিকে তাকিয়ে।

আরও পড়ুন: ঐশ্বর্যার ম্যানেজারের গায়ে ভয়াবহ আগুন, ঝুঁকি নিয়ে রক্ষা করলেন শাহরুখ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement