Entertainment News

অরিজিনাল সাউন্ডস্কেপের নতুন প্রয়াস

এই প্রয়াসে তৈরি হচ্ছে ১০টি নতুন গান। পাপন, শান, সোনা মহাপাত্র, অনুপম রায়, জাভেদ আলি, অ্যাশ কিং, আকৃতি কক্কর, নিকিতা গাঁধী, শাল্মলী, ভূমি ত্রিবেদী, দেব নেগির মতো শিল্পীরা গান গাইবেন এই নতুন প্ল্যাটফর্মে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৯ ১৪:০৮
Share:

পাপন এবং শাল্মলী।

নতুন গান। নিজস্ব গান, মানেই শ্রোতার ভাল লাগার জায়গা। সেই চাহিদা পূরণ করতেই এ বার এসভিএফ-এর নতুন প্রয়াস ‘অরিপ্লাস্ট অরিজিনালস’।

Advertisement

এই প্রয়াসে তৈরি হচ্ছে ১০টি নতুন গান। পাপন, শান, সোনা মহাপাত্র, অনুপম রায়, জাভেদ আলি, অ্যাশ কিং, আকৃতি কক্কর, নিকিতা গাঁধী, শাল্মলী, ভূমি ত্রিবেদী, দেব নেগির মতো শিল্পীরা গান গাইবেন এই নতুন প্ল্যাটফর্মে। অর্কপ্রভ মুখোপাধ্যায়, শুভদীপ মিত্র, অনুপম রায়ের মতো কম্পোজাররা নতুন মিউজিক কম্পোজের দায়িত্বে রয়েছেন।

সংস্থার নিজস্ব ইউটিউব চ্যানেলে এই অরিজিনাল সাউন্ডস্কেপের প্রথম সিজনের স্ট্রিমিং শুরু হবে শুক্রবার, ১৯জুলাই থেকে। এ প্রসঙ্গে সংস্থার যুগ্ম কর্ণধার মহেন্দ্র সোনি বলেন, ‘‘এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা রিজওনাল মিউজিককে জাতীয় স্তরে প্রচারের আলোয় নিয়ে আসতে চাইছি। বাংলা গানের সবথেকে বড় কোলাবরেশন হচ্ছে বলতে পারেন। প্রত্যেক সপ্তাহেই থাকবে নতুন এপিসোড।’’

Advertisement

আরও পড়ুন, মুক্তি পেল ‘পরিণীতা’র প্রথম গান ‘তোমাকে’

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে। )

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement