Bharat Bond ETF

ভারত বন্ড ইটিএফ: মধ্যবিত্তের জন্য বন্ডের বাজারে নতুন সরকারি উদ্যোগ

কিছু দিন আগেই চালু হয়েছে দেশের প্রথম কর্পোরেট বন্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড— ভারত বন্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। মধ্যবিত্তের সামনে বন্ডের বাজার খুলে দিতেই সরকারি এই উদ্যোগ।

Advertisement

বিজ্ঞাপন প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ১৯:০৭
Share:

কিছু দিন আগেই চালু হয়েছে দেশের প্রথম কর্পোরেট বন্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড— ভারত বন্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। মধ্যবিত্তের সামনে বন্ডের বাজার খুলে দিতেই সরকারি এই উদ্যোগ। অনেকেরই হয়তো বিষয়টি নিয়ে স্বচ্ছ ধারণা নেই। চলুন জেনে নেওয়া যাক বিষয়টি কী?

Advertisement

প্রথমেই জানা দরকার, বন্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড আসলে কী?

এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড হল এমন এক ধরনের মিউচুয়াল ফান্ড যা কোনও এক্সচেঞ্জ বা বিনিময়কে তালিকাভুক্ত এবং লেনদেন করে। অন্য দিকে, বন্ড ইটিএফ বিনিয়োগ করে বন্ডে এবং বিনিময়কে তালিকাভুক্ত করে রাখে। এই তহবিল একটি নির্দিষ্ট সূচি অনুসরণ করেই কোনও তহবিলকে পরিচালিত করে। অন্যান্য মিউচুয়াল ফান্ডের মতো প্রত্যেক বিনিয়োগকারী ইটিএফ-এর ইউনিট পান যা তাঁরা ইচ্ছে মতো বিক্রি করতে পারেন।

Advertisement

ভারত বন্ড ইটিএফ:

সরকারের উদ্যোগে তৈরি একটি ফান্ড যার মূল লক্ষ্যই হবে সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিং, সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, সেন্ট্রাল পাবলিক ফিন‌ান্সিয়াল ইনস্টিটিউশন এবং অন‌্যান্য সরকারি সংস্থায় অতিরক্তি অর্থ জোগানের রাস্তা প্রশস্ত করবে। এই বন্ডটি পরিচালনা করবে এডেলওয়েস অ্যাসেট ম্যানেজমেন্ট।

ছোট থেকে বড় বিভিন্ন বিনিয়োগকারী গোষ্ঠী যাতে লগ্নির সুযোগ পায় তা নিশ্চিত করবে এই উদ্যোগ। বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে বন্ড ইস্যু করা হবে। আর বন্ডের নূন্যতম অঙ্ক হবে ১ হাজার টাকা যাতে ক্ষুদ্র লগ্নিকারীরাও অংশ নিতে পারে। মেয়াদ শেষের আগে সহজেই ফান্ডের ইউনিট ভাঙিয়ে বেরিয়ে আসার সুবিধাও রয়েছে এই বন্ডে। সর্বোপরি, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ‘AAA’ রেটিংয়ের বন্ডে এই ফান্ড লগ্নি করবে বলে সুরক্ষাও বাজার চলতি অন্যান্য বন্ডের তুলনায় বেশি হবে।

ইটিএফ ম্যাচিউরিটির সময়সীমা:

পাশাপাশি প্রত্যেকটি ইটিএফ বন্ডের ম্যাচিউরিটি হওয়ার একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে। ৩ বছর ও ১০ বছর, আপাতত এই দুই ধাপে রাখা হয়েছে ম্যাচিউরিটির সময়সীমা। মেয়াদ শেষ হওয়ার আগে সহজেই ফান্ডের ইউনিট ভাঙিয়ে বেরিয়ে আসার সুবিধাও থাকবে গ্রাহকদের। এই ভারত বন্ড ইটিএফ একটি খোলামেলা কাঠামো। এই বন্ডগুলি স্বচ্ছ রাখার জন্য কিছু ব্যবস্থাও রয়েছে। যেমন ভারত বন্ড ইটিএফ সেই বন্ডগুলিতেই বিনিয়োগ করে যেগুলি উপযুক্ত এবং সূচকের অংশ।

কারা বিনিয়োগ করতে পারবেন?

ভারতীয় হন বা প্রবাসী ভারতীয়, একক কিংবা একাধিক, সকলেই পারবেন ভারত বন্ড ইটিএফ-এ বিনিয়োগ করতে। বিনিয়োগকারীদের ডিম্যাট অ্যাকাউন্ট থাকলেই বিনিয়োগ করা যাবে ভারত বন্ড ইটিএফ-এ। পাশাপাশি যাঁদের ডিম্যাট অ্যাকাউন্ট নেই তাঁদের জন্যও রয়েছে বিকল্প ব্যবস্থা। এ ক্ষেত্রে ভারত বন্ড এফওএফ বিনিয়োগ করবে ভারত বন্ড ইটিএফ-এ।

বন্ডের বাজারে সরকারের এই উদ্যোগ নির্দ্বিধায় গুরুত্বপূর্ণ। কারণ এর ফলে বহু ক্ষুদ্র লগ্নিকারীর কাছে বিনিয়োগের রাস্তা খুলে যাবে।

বিশদে জানতে ক্লিক করুন এই লিংকে

ডিসক্লেইমার:

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারের সাপেক্ষে ঝুঁকিপূর্ণ। সমস্ত তথ্য এবং নথি মন দিয়ে মনোযোগ সহকারে পড়ুন।

এটি একটি বিজ্ঞাপন প্রতিবেদন। স্পনসরের সঙ্গে যৌথ উদ্যোগে প্রকাশিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement