সায়নী এবং সৌরভ।
ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম...। কোনও না কোনও সোশ্যাল মিডিয়ার সঙ্গে আপনি নিশ্চয়ই যুক্ত? প্রতিদিন আপনার ব্যবহারিক জীবনে এর গুরুত্ব রয়েছে। কিন্তুভার্চুয়াল আর রিয়েলের তফাত করতে পারেন তো? নাকি ভার্চুয়াল গিলে নেয় আপনার বাস্তবতা?
ঠিক এই বিষয়কেই ফ্রেমবন্দি করছেন পরিচালক শুভেন্দু পণ্ডিত। গত ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে তাঁর নতুন ছবি ‘রং নম্বর’-এর শুটিং। বহুদিন সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শুভেন্দু। পরিচালক হিসেবে এটাই তাঁর প্রথম ছবি। আর এখানেই জুটি বেঁধেছেন সায়নী ঘোষ এবং সৌরভ দাশ।
সায়নীর কথায়, ‘‘ছবিটা বেসড অন নিউ জেনারেশন, সোশ্যাল মিডিয়া। কী ভাবে আমরা ভার্চুয়াল ওয়ার্ল্ডে বাস করি তার গল্প। সেখান থেকে তো অনেক রং কানেকশনস্ও হয়। সেটা থেকেই রং নম্বর।’’
আরও পড়ুন, জন্মাষ্টমীতে নতুন খবর দিলেন অদিতি
ছবিটা আদতে রোম্যান্টিক কমেডি। সায়নী এর আগে এ ধরনের ছবি করলেও এ ধরনের চরিত্র তাঁর কেরিয়ারে প্রথম। অন্যদিকে সৌরভ বললেন, ‘‘দুটো ছেলের প্রেমের গল্প। আমার চরিত্রটা একজন কবির। যে তার চরিত্রের থেকে একেবারে বিপরীত একটা মেয়ের প্রেমে পড়ে। পরে ছেলেটা নিজেকে চেঞ্জও করে। কিন্তু কতটা চেঞ্জ আদৌ সম্ভব? এটা নিয়েই গল্প। স্ক্রিপ্টটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার।’’
সায়নী এবং সৌরভ ছাড়াও সমদর্শী এবং দুর্গার অভিনয় সমৃদ্ধ করবে এই ছবিকে। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকে মুক্তি পেতে পারে এই ছবি।
(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)